Raj Chakraborty। ‘কষ্ট করে জায়গাটা বানিয়েছি, কোনও গডফাদার নেই…’ 

Spread the love

টলিউডে ফের টালমাটাল একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়ের পর শ্রীজিৎকে কাজ করা থেকে আটকানোয় প্রকট হয়েছে ফেডারেশন বনাম পরিচালক তরজা। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন রাজ চক্রবর্তী(Raj Chakraborty)। জানালেন নিজের লড়াইয়ের কথা, নিজের সঙ্গে তুলনা টানলেন শ্রীজিতের।

এদিন শ্রীজিৎকে নিয়ে কথা বলতে গিয়ে রাজ চক্রবর্তী টিভি ৯ বাংলাকে বলেন, ‘আমি মফঃস্বলের ছেলে। শ্রীজিৎও তাই। আমরা নিজেদের জায়গাটা কষ্ট করে বানিয়েছি। এখানে আমাদের কোনও গডফাদার নেই, ছিল না। ওর মতো গুণী ছেলেদের উৎসাহ দেওয়া উচিত বলে মনে করি। কোনও ভুল বোঝাবুঝি হতেই পারে এমন জায়গায় কাজ করতে গেলে। কিন্তু ও একটা সেট বানাচ্ছিল সেটা দুম করে বন্ধ করা হল। ও জানেই না কেন করা হল।’

শুধু তাই নয়, এদিন সাংবাদিকদের মুখোমুখি রাজ চক্রবর্তী টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা কথাকেও। মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রীর বলা কথা। রাজের কথায়, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে কোনও কাজ বন্ধ করা যাবে না, কোনও কর্ম বিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না। যা সমস্যা হয় সমাধান করো কথা বলো আলোচনা করো। তারপর কারা এঁরা যাঁরা এই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। আমার মনে হয় সেটা খুঁজে বের করাটা খুব জরুরি। বের করা উচিত। ওভার অল টেকনিশিয়ান যাঁরা তাঁরা কিন্তু কাজ করতেই চান। আজ কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাজটা বন্ধ হয়ে গেল, উত্তরবঙ্গে এখন শ্যুটিং করার কথা ছিল, তো সেটা বন্ধ হওয়ায় কিন্তু অনেক টেকনিশিয়ান কাজটা পেলেন না।’

তিনি এদিন আরও বলেন, ‘আমরা কেউ কারও শত্রু তো নই। আমরা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা একটা পরিবারের মতো। সেখানে সৃজিতের লাইভ আমি দেখেছি, সেটা দেখেই বলছি ও বলেছে যে ও যদি কোনও অন্যায় করে থাকে তাহলে আমায় বলো যে কী অন্যায় করেছি। আমি তোমাদের প্রত্যেকের কাছে তাহলে হাত জড়ো করে ক্ষমা চাইব। যদি সেটা না হয়, তোমরা আমার কাজে এসো প্লিজ। ও ১৫-২০ বছর ধরে কাজ করে। এখানে ওর হাত ধরে অনেক সিরিয়াল বড় হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *