অরিজিতের সঙ্গে মঞ্চে প্রথমবার! জনিতার কণ্ঠে ‘ভিদা করো’ শুনে বিরক্ত নেটপাড়া

Spread the love

সম্প্রতি গুরুগ্রামে প্রথমবারের জন্য একসঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন অরিজিৎ সিং(Arijit Singh) এবং জনিতা গান্ধী(Janita Gandhi)। আর তাঁরা মঞ্চে একসঙ্গে যখন তখন অমর সিং চমকিলা ছবি থেকে ভিদা করো গানটি কি কখনও বাদ যেতে পারে? তাঁদের সেই পারফরমেন্সের ক্লিপ এদিন ভাইরাল হয়ে যায়। এদিকে যেমন এই গানের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির কথা লেখেন গায়িকা, তেমনি অন্য দিকে প্রতিক্রিয়া দেন গানটি শুনে।

কী লিখলেন জনিতা গান্ধী?

জনিতা গান্ধী এদিন তাঁর ইনস্টাগ্রামে তাঁর এবং অরিজিৎ সিংয়ের এই যৌথ পারফরমেন্সের একটি ক্লিপ পোস্ট করেন। সঙ্গে স্মৃতি হাতড়ে লেখেন, ‘ প্রথমবারের জন্য অরিজিৎ সিংয়ের সঙ্গে মঞ্চ ভাগ করলাম। আর আমাদের অবশ্যই ভিদা করো গাইতে হতো। আমি এ আর রহমান স্যারের কাছে কৃতজ্ঞ যে উনি আমার উপর বিশ্বাস করেছেন এবং এই গানের অংশ বানিয়েছেন। গানটি আমার মনে অনেকটা জায়গা নিয়ে আছে। সত্যি বলতে গত রাতে গানটি গাইছিলাম যখন সেটা একটা আলাদা অনুভূতি ছিল।’

তিনি এদিন আরও লেখেন, ‘ এই মুহূর্তটা আমি স্টেজ ছাড়ার ঠিক আগের মুহূর্ত। আবেগঘন হয়ে পড়েছিলাম। বলা ভালো, চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল। এই গানের যে এনার্জি সেটা অরিজিৎ সিংয়ের সঙ্গে এভাবে গাওয়া গুরুগ্রামের দর্শকদের সামনে সেটা সত্যিই ম্যাজিকের মতো।’

ভিডিয়োটি ভাইরাল হতেই নেটিজেনরা প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ প্রশংসা করেছেন। কেউ আবার বিদ্রুপ করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘অটোটিউন ছাড়া উনি কিছুই না।’ দ্বিতীয় জন লেখেন, ‘মহিলা কণ্ঠটি কী প্রচন্ড ভয়াবহ। ওঁর আগে গান শেখা উচিত অরিজিতের থেকে যে সবসময় পারফেক্টলি গায়।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘উনি বোধহয় নার্ভাস হয়ে পড়েছিলেন।’ চতুর্থ ব্যক্তি লেখেন, ‘এত গলা কাঁপাচ্ছিলেন কেন? জঘন্য একেবারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *