কাচ ভাঙতে গিয়ে একাধিক আঘাত পেলেন অর্জুন রামপাল

Spread the love

অর্জুন রামপালকে(Arjun Rampal) আগামীতে রানা নাইডু সিজন ২ সিরিজে দেখা যাবে। এই সিরিজটি নেটফিক্সে দেখা যাবে। সেটার প্রচারেই এদিন অভিনেতা একটি কাচের দেওয়াল ভেঙে তাক লাগাতে গেছিলেন। কিন্তু সেটার বদলে তিনি নিজে গুরুতর আহত হন। একাধিক জায়গায় চোট লাগে, কেটে যায় তাঁর।

সোমবার নেক্সট অন নেটফ্লিক্স অনুষ্ঠানে এসে আঘাত পেলেন অর্জুন রামপাল। তাঁর আঘাত লাগার একাধিক ছবি ভিডিয়ো এদিন সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়। সেখানেই দেখা যাচ্ছে, আঙুল কেটে রক্ত বের হচ্ছিল তাঁর। যদিও তারপরও অভিনেতার মুখে এদিন চওড়া হাসি লেগে ছিল। এদিন তিনি এন্ট্রির সময় একটা কাচের দেওয়াল ভেঙে স্টান্ট দেখাত গিয়েই এই বিপত্তি ঘটে।

এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে অর্জুন রামপাল একটি কাচের দেওয়ালের পিছনে দাঁড়িয়ে আছেন তাঁর আগামী সিরিজ রানা নাইডু সিজন ২ প্রচারের আগে। তারপর তিনি সেই কাচের দেওয়ালকে লাথি এবং ঘুষি মেরে ভেঙে ঢুকতে যান। তখনই সেই কাচের টুকরোগুলো তাঁর গায়ে পড়ে এবং কেটে যায়। তাঁর আঙুল, ইত্যাদি দিয়ে রক্ত বেরতে শুরু করে তৎক্ষণাৎ। কিন্তু ব্যথা পেয়েও এদিন অভিনেতাকে হাসতে দেখা যায়।

অর্জুন রামপাল এদিনের অনুষ্ঠানে একটি কালো কুর্তা এবং পায়জামা পরে এসেছিলেন। গলায় জড়ানো ছিল একটা ওড়না। তাঁর এই কাণ্ড দেখে কেউ কেউ তাঁকে ব্যঙ্গ করেছেন।

এক ব্যক্তি লেখেন, ‘অক্ষয় কুমারকে নকল করছেন নাকি?’ আরেকজন লেখেন, ‘রাওয়ান মোডে চলে গেছেন।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘বেশি পাকামো করতে গেলে এই হয়।’প্রসঙ্গত অর্জুন রামপালের আগামী সিরিজ রানা নাইডু সিজন ২ তে তিনি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রানা দাগ্গুবাটিকে। এটি একটি আমেরিকান সিরিজের রিমেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *