পুষ্পা ২(Pushpa 2) ছবিটি নিয়ে দর্শকদের দারুণ প্রত্যাশা ছিল। মুক্তি পাওয়ার পর ভারতের দর্শকরা আল্লু অর্জুন ম্যাজিকে ভেসে যান। তাঁর সেই ম্যানারিজম, অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন বারবার। এবার পুষ্পা ২ ছবিটির একটি অ্যাকশন দৃশ্য নজর কাড়ল বিদেশের দর্শকদের। তুলনা উঠল হলিউডি ছবির সঙ্গে। প্রসঙ্গত সদ্যই ছবিটি OTT প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
পুষ্পা ২ ছবিটি থেকে আল্লু অর্জুন অভিনীত একটি অ্যাকশন দৃশ্য দারুণ ভাইরাল হয়ে। কেউ দারুণ প্রশংসা করছেন সেই দৃশ্যের, তো কারও মতে এটা ফেক। ছবির দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্য দেখে মাথা ঘুরে গেছে নেটপাড়ার। মঙ্গলবার এক এক্স ব্যবহারকারী সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পুষ্পা ২ ছবিটির অ্যাকশন দৃশ্য পোস্ট করেন একটি, সেখানে দেখা যাচ্ছে আল্লু অর্জুন শাড়ি পরে উড়ে উড়ে শত্রুদের মারছেন। আর সেটা দেখেই আমেরিকার দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল।
কে কী লিখছেন?
এক ব্যক্তি এদিন এই ভিডিয়ো দেখে লেখেন, ‘সত্যি বলতে, খারাপ ফিজিক্স নিয়ে আমি মাথা ঘামাই না যদি সেটা দেখতে ভালো লাগে। দারুণ দৃশ্য।’ আরেকজন লেখেন, ‘এটা হলিউড কখনও করতে পারবে না।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘আজকালকার আমেরিকার মডার্ন ছবিগুলোর থেকে অনেক ভালো।’ চতুর্থ ব্যক্তি লেখেন, ‘মার্ভেলের এই ক্রিয়েটিভিটি নেই। ওদের বাজেট আছে তাও।’
তবে যে খালি প্রশংসাই পেয়েছে এই দৃশ্য তেমনটা মোটেই নয়। কেউ কেউ মজাও করেছেন। এক ব্যক্তি লেখেন, ‘ডানা ছাড়া অত উঁচুতে কীভাবে উড়ছে?’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘এ কি সুপারহিরো নাকি?’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘কুং ফু ছবিটির কথা মনে পড়ে গেল।’ কারও আবার মতে, ‘কী ভীষণ ফেক লাগছে।’
পুষ্পা ২ ছবিটি প্রসঙ্গে
পুষ্পা ২: দ্য রুল ছবিটির পরিচালনা করেছেন সুকুমার। ছবিটিতে আল্লু অর্জুনের সঙ্গে আছেন রশ্মিকা মন্দানা, ফাহাদ ফাসিল। ছবিটি বিশ্বজুড়ে ১৮০০ কোটি টাকার ব্যবসা করেছে। বর্তমানে এটি নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।