দু-মাসে মুখ থুবড়ে পড়েছিল বালিঝড়, তারপর লাভ, বিয়ে, আজকালে বদলি নায়িকা! কত কয়েক বছরে ছোটপর্দায় সেভাবে সাড়া ফেলতে পারেননি তৃণা সাহা। তবে এবার জলসার ঘরের মেয়ে নতুন উদ্যমে ফিরছে স্টার জলসার পর্দায়। এই জল্পনায় সিলমোহর পড়ল মঙ্গলবার। এদিন সামনে এসেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রোমো।
সেই প্রোমোতেই জলসার বর্তমান জুটিদের পাশাপাশি দেখা মিলল তৃণার। সঙ্গী অভিনেতা ইন্দ্রজিৎ বসু। হ্যাঁ, সাথী খ্যাত অভিনেতার সঙ্গে নাকি এবার জুটি বাঁধছেন তৃণা। টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম, এমনকী বড়পর্দাতেও হালে তৃণার দেখা মিলেছে। কিন্তু টেলিভিশন তাঁর শক্ত খাঁটি। মাঝে হিন্দি ধারাবাহিকে অভিনেত্রীকে দেখা যাবে, এমন রটনাও কানে এসেছিল। তবে এই কথা বেশিদূর এগোয়নি।
নীলের সঙ্গে সংসারের পাশাপাশি গত কয়েক মাসে নিজের ব্যবসা নিয়ে বেজায় ব্যস্ত ছিলেন তৃণা। তবে এবার ইন্দ্রজিৎ-এর সঙ্গে জুটি বেঁধে ছোটপর্দায় ফিরছেন তিনি। প্রোমোতে নায়কের বাইকে চেপে এন্ট্র নিলেন তৃণা। হাতে বাজারের ব্যাগ আর আস্ত একটা মাছ! বাকি নায়িকারা (অপরাজিতা বাদে) যেখানে পশ্চিমী পোশাকে তাক লাগাল, সেখানে শাড়িতে তৃণাকে দেখে হতবাক অনেকেই। খুব সম্ভবত আসন্ন সিরিয়ালের লুকেই তৃণাকে পাওয়া গেছে এই প্রোমোয়।
স্টার জলসার প্রোমো সামনে আসার পর থেকেই সেই নিয়ে নানা মুনির নানা মত। প্রোমোতে প্রিয় নায়ক-নায়িকাদের একদম ভিন্ন অবতারে দেখল দর্শক। তবে অধিকাংশের মনেই ছাপ ফেলেনি এই প্রোমো। বিশেষত প্রোমোয় গান একদম মনে ধরেনি দর্শকদের। বাঙালির ১২ মাসে ১২ নয়, ১৪ পার্বন, এই ভাবনা নিয়ে তৈরি প্রোমোতে বাঙালিয়ানা মিসিং এমনটাই দাবি নেটপাড়ার একটা বড় অংশের। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, কেন মহারাজ-পূজারিণীকে কেন একসঙ্গে দেখা গেল না!
এক জলসা ভক্ত লেখেন, ‘ট্যাগ ছিলো জলসা পার্বন। বাঙালি উৎসব নিয়ে। ব্যাকগ্রাউন্ডও উৎসবের মতো করেই সাজানো কিন্তু গান এমন ভাবে বাজছে যেন কোনো পার্টি তাই ডিজে গান বাজছে আর সবাই উড়াধুরা নাচছে। কি বাজে স্টেপ। আর পোশাক কয়েক জনের ভালো লাগলেও অনেকের পোশাকই ভালো লাগে নি।’ তবে কথা-এভি কিংবা দুই শালিকের দেবা-আঁখির কেমিস্ট্রি সবার মনে ধরেছে। প্রশংসা, সমালোচনা সবকিছুর মাঝেই আলোচনার কেন্দ্রে জলসা পরিবার অ্যাওয়ার্ডে প্রোমো। আগামী ১৬ই মার্চ টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে এই অ্যাওয়ার্ড শো।