৭ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার সারা দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে জুনেদ খান এবং খুশি কাপুর অভিনীত ‘লাভিয়াপ্পা’। তবে বড় পর্দায় মুক্তির আগে মঙ্গলবার সন্ধ্যায় সিনেমাটির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন আমির খান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মেন্দ্র, রেখা, শাবানা আজমি, কবির খানের মতো একাধিক বিশিষ্ট তারকারা।
লাভিয়াপ্পার বিশেষ স্ক্রিনিংয়ের বেশ কিছু ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই বিশেষ ভিডিয়োয় ধর্মেন্দ্র এবং রাজকুমার সন্তোষীর পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় রেখাকে। ২০০১ সালে রাজকুমার সন্তোষীর পরিচালনায় ‘লজ্জা’ সিনেমায় কাজ করেছিলেন রেখা।
ওই একই ভিডিয়োয় দেখা যায়, রেখাকে আদাব জানিয়ে সাদর অভ্যর্থনা করতে দেখা যায় আমির খানকে। একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসা জানান রেখা এবং আমির। আমিরের মেয়ে ইরাকেও রেখা আদর করেন।
ছবি শিকারীদের তোলা একটি ভিডিয়োয় দেখা যায়, রেখা আসতেই তাঁকে আদাব জানিয়ে সাদর আমন্ত্রণ জানান আমির খান। আমির খানের পাশে দাঁড়িয়ে ছিলেন পরিচালক রাজকুমার সন্তোষী। রেখা পরিচালকের পা ছুঁয়ে প্রণাম করেন। টুকটাক আলাপচারিত হয় তাঁদের মধ্যে।
অন্য একটি ভিডিয়োয় দেখা যায়, ধর্মেন্দ্রর সঙ্গে খোশগল্পে মেতে থাকেন রেখা। তবে ধর্মেন্দ্রর শরীর যে বেশ অনেকটাই ভেঙে গেছে তা বোঝাই যায় ভিডিয়ো দেখে। রেখা এবং ধর্মেন্দ্র বেশ কিছুক্ষণ কথা বলার পর আমির খান আসেন এবং ধর্মেন্দ্র সকলকে বিদায় জানিয়ে গাড়িতে ওঠেন।
ধর্মেন্দ্র গাড়িতে ওঠার ঠিক আগের মুহূর্তে রেখা ধর্মেন্দ্রর পা ছুঁয়ে প্রণাম করেন। ধর্মেন্দ্রর বর্তমান বয়স ৮৯ বছর, রেখার ৭০। খুব স্বাভাবিকভাবেই তাই ছোট বোনের অধিকারী বড় দাদা ধর্মেন্দ্রর পা ছুঁয়ে প্রণাম করেন অভিনেত্রী। একজন বিশাল বড় অভিনেত্রী হওয়া সত্বেও রেখা যে প্রত্যেককে সমান সম্মান দিতে জানেন তাঁদের বয়স অনুযায়ী, তা আরও একবার প্রমাণ হয়ে গেল এই ভাইরাল হওয়া ভিডিয়োগুলি দেখে।