Rukmini Maitra Update। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন ‘বিনোদিনী’

Spread the love

কিছুদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রুক্মিণী মৈত্র(Rukimini Moitra)। জ্বর হয়েছিল তাঁর। এদিন তিনি বাড়ি ফিরলেন হাসপাতাল থেকে। এখন কেমন আছেন?

এদিন দেব-প্রিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরি এবং এক্স হ্যান্ডেল অর্থাৎ যা টুইটার নামে পরিচিত ছিল সেখানে একটি পোস্ট করে নিজের স্বাস্থ্যের আপডেট দেন। জানান তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাড়ি ফিরেছেন। রুক্মিণী মৈত্র এদিন তাঁর পোস্টে লেখেন, ‘অবশেষে বাড়ি ফিরলাম। বিশ্রাম নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবার শুভেচ্ছা, ভালোবাসার জন্য। আমার জন্য এত চিন্তা করার জন্য ধন্যবাদ। এটা আমার কাছে এক পৃথিবী সমান। আশা করব আমি শীঘ্রই আবার ফিরে আসব।’ এটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি যখন আর দিয়ে রিকভারিতে মন দিয়েছি তখন আপনারা দয়া করে বি দিয়ে বিনোদিনীতে মন দিন।’ ফলে রুক্মিণী মৈত্র যে তাঁর অসুস্থতার মধ্যেও ছবি, ছবির ব্যবসা নিয়ে ভাবছেন সেটা বলার অপেক্ষা রাখে না।

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কিছুদিন আগে রুক্মিণী জানান যে তাঁর জ্বর হয়েছে। সেই বিষয়ে আপডেট দিয়ে তিনি লেখেন, ‘১০২ জ্বরে আক্রান্ত গতকাল থেকে। কিন্তু আমার মনের জোর এখনও অদম্য। রুক্মিণীর ভাইরাল হয়েছে। কিন্তু বিনোদিনীর সঙ্গে দেখা করে আসুন আপনার কাছের সিনেম হলে।’ এরপর দিনই জানা যায় তিনি হাসপাতালে ভর্তি। হাতে চ্যানেল করা একটি ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে লেখেন, ‘হাল ছাড়ছি না। লড়াই চলছে।’

তাঁর এই অসুস্থতার খবর পেয়ে চিন্তিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন সকলে। এদিন তাঁর বাড়ি ফেরার খবর পেয়ে যে সকলে আশ্বস্ত হলেন সেটা বলার অপেক্ষা রাখে না।

বিনোদিনী একটি নটীর উপাখ্যান প্রসঙ্গে

এই ছবিতে নাম ভূমিকায় আছেন রুক্মিণী মৈত্র। গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাচ্ছে মীর আফসার আলিকে। কুমারের চরিত্রে আছেন ওম সাহানি। গিরিশ চন্দ্র ঘোষ হিসেবে ধরা দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এবং রাঙা বাবু হিসেবে আছেন রাহুল বসু। রামকৃষ্ণদেব হিসেবে আছেন চন্দন রায় সান্যাল। ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে বিনোদিনী একটি নটীর উপাখ্যান। ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখোপাধ্যায়। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *