এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এবং পুরোনো মেগা সিরিয়াল জগদ্ধাত্রী। দু-বছরের গণ্ডি পার করেও সাফল্যের শীর্ষে রয়েছে অঙ্কিতা মল্লিক ও সৌম্যদীপ মুখোপাধ্যায় অভিনীত এই মেগা। তবে শুরু থেকেই ফ্যানেদের একটা বড় অংশের কটূক্তির মুখে পড়েছেন সিরিয়ালের অন্যতম কাস্ট কৌশিকি মুখোপাধ্যায় মানে অভিনেত্রী রূপসা চক্রবর্তী।
জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর রোম্যান্সে ফ্যানেদের চোখে বরাবরই খলনায়ক কৌশিকি! অনেকের অভিযোগ, জগদ্ধাত্রীর হিরোর চেয়ে বেশি গুরুত্ব পায় হিরোর দিদি, কৌশিকি। এর পিছনের কারণ হিসাবে অবশ্যই দাবি করা হয় রূপসার ব্যক্তিগত সম্পর্কের কথা।
জগদ্ধাত্রী প্রযোজক তথা কাহিনিকার স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী রূপসা। সেই কারণেই নাকি গল্পে তাঁর এত্ত বেশি গুরুত্ব। এ কথা অস্বীকার করার জো নেই, অঙ্কিতার পর জগদ্ধাত্রীর গল্পে কৌশিকি চরিত্রের অবদান কিংবা ভূমিকা দুটোই দু-নম্বরে আসে। সেখানে বেশ খানিকটা পিছিয়ে স্বয়ম্ভূ।
সম্প্রতি সোশ্যালে ভাইরাল হয়েছে একটি পোস্ট, যেখানে রূপসার নামে অভিযোগ তিনি নাকি চান নায়ক-নায়িকা জুটি ভুলে দর্শক ওঁনাকে নিয়ে নাচানাচি করু। নায়ক যে ভূমিকায় রয়েছে, সেটা উনি কেড়ে নিতে চান। জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর কেমিস্ট্রির মাঝে ঢুকে পড়েন। অবশেষে ধৈর্য্যের বাঁধ ভাঙল রূপসার। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের কড়া জবাব দিলেন স্নেহাশিস ঘরণী। তিনি ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন,’আজকে বাধ্য হয়ে এটা শেয়ার করলাম….এরম পোস্ট অনেক দেখি…ভুলভাল মন্তব্য করার জন্য কয়েকজনকে ব্লকও করেছি এটা ঠিক….তারমধ্যে তানিয়া সুলতানা নামের একটা ভুয়ো প্রোফাইল অন্যতম…যাইহোক আপনাদের কি কোনোভাবে মনে হয় যে আমি হিরোর জায়গা কেড়ে নিয়েছি ? লেখক যদি এতটাই মূর্খ হতো তাহলে এই ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক ৩৯ বার বেঙ্গল টপার হতো? না এতদিন সিরিয়ালটা লোকজন দেখত?আমি একটু আপনাদের মতামত জানতে চাইছি…’।
রূপসা আরও লেখেন, ‘বহুদিন থেকে এইসব পোস্ট দেখে দেখে আজবাধ্য হলাম প্রায় আড়াই বছর পর এই অদ্ভুত প্রশ্নটা আপনাদের জিজ্ঞেস করতে। পারফর্ম্যান্সের দিক থেকে আমার কোনো ত্রুটি থাকলে অবশ্যই বলবেন।
আড়াই বছর পার করেও টিআরপি তালিকায় নিজের রাজত্ব কায়েম রেখেছে জগদ্ধাত্রী। ইতিমধ্যেই গল্পে এসেছে ২০ বছরের লিপ! এখন একদিকে অঙ্কিতা সৌম্যদীপের নায়িকা, অন্যদিকে মেয়েও বটে! কারণ জগদ্ধাত্রীর কন্যা দুর্গার চরিত্রেও রয়েছেন অঙ্কিতা। সম্প্রতি ২০ বছর এগিয়ে গিয়েছে জগদ্ধাত্রীর গল্প। জগদ্ধাত্রী এখন হুইলচেয়ার বন্দি। স্বয়ম্ভূর চুলে পাক ধরেছে। এখন গল্প এগোচ্ছে জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর মেয়ে দুর্গাকে ঘিরে। জগদ্ধাত্রীর পর দুর্গারও সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছে কৌশিকি।