১২ বছরের সম্পর্ক ভেঙেছে! ফের কাছাকাছি সৌপ্তিক-রণিতা

Spread the love

ক্যালেন্ডারের পাতা জুড়ে এখন প্রেমের সপ্তাহ, আর গতবছর এমনই ভালোবাসার সপ্তাহেই একসঙ্গে নজর কেড়েছিলেন সৌম্য-রণিতা। গুঞ্জন উঠেছিল অভিনেতা সৌপ্তিক চক্রবর্তীর সঙ্গে নাকি রণিতার ১২ বছরের প্রেমের সম্পর্ক ভেঙেছে। কিন্তু আবার এই প্রেমের মরশুমেই কিনা দু’জনে একসঙ্গে নতুন জার্নি শুরু করলেন। না তাঁদের ব্যক্তিগত ওঠাপড়া নিয়ে কোনও মন্তব্য করেননি তাঁরা। তবে তাঁরা একসঙ্গে একটি প্রোজেক্টে কাজ করতে চলেছেন। আর তা নিয়েই সৌপ্তিক ও রণিতা সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন আপডেট।

রণিতা ও সৌপ্তিকের পোস্টে কী দেখা গিয়েছে?

পরিচালক অভিনেতা সৌপ্তিক মঙ্গলবার তাঁর সমাজমাধ্যমের পাতায় তাঁর আসন্ন প্রোজেক্টের কথা জানিয়েছেন। তাঁর পরবর্তী ছবির নাম ‘দেবী’। এই ছবিতে পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌপ্তিক। আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন রণিতা। তাছাড়া অভিনয়ও করতে দেখা যাবে নায়িকাকে। এদিন তাঁদের ছবির বহু কলাকুশলীর ছবি তাঁরা শেয়ার করেছেন। সেখানেই তাঁদের এক ফ্রেমে দেখা গিয়েছে।

এদিন মহরতের বেশ কিছু ছবি ভাগ করে পরিচালক লিখেছেন, ‘আমার পরবর্তী কাজ দেবী।’ তবে কেবল সৌপ্তিক একা নন রণিতাও এদিনে নানা ছবি নিজের সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নিয়ে ক্যাপশনে লেখেন, ‘দেবী-এর শুভ মহরৎ, পথ চলা শুরু।’

ইকো এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং এসএফইএল (স্থালান্তর ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড) -এর ব্যানারে এই ছবি আসতে চলেছে। ছবির ক্যাল্পে লেখা ছিল, ‘এক প্রেত-মানবীর পাঁচালী’। সেখান থেকে কিছুটা হলেও আভাস পাওয়া যাচ্ছে যে একটি মেয়ের সঙ্গে একটি অশরীরীর সম্পর্কের গল্প বলবে এই ছবি।

প্রসঙ্গত, ধন্যি মেয়ে’র সেটে শুরু হয়েছিল সৌপ্তিক-রণিতার প্রেমের কাহিনি। বহুবার তাঁদের বিয়ের জল্পনাও শোনা গিয়েছে। তবে মাঝে আসে তাঁদের সম্পর্ক ভাঙার গুঞ্জন! তার মধ্যে বেশ কিছু দিন ধরে টলিপাড়া জুড়ে চলতে থাকে রণিতা দাস ও সৌম্য মুখোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন। তারপর গতবছর ‘পারিয়া’র স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে নজরকাড়েন রণিতা-সৌম্য।

তবে রণিতার সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন করা হলে সৌম্য বলেছিলেন, ‘আমরা খুব ভালো বন্ধু। এর চেয়ে বেশি কিছু এখন বলতে চাই না। আপতত আমার মন জুড়ে শুধুই পারিয়া’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *