দুই সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। এবার অ্যারিজোনার স্কটসডেল বিমানবন্দরে দুটি ব্যক্তিগত বিমানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন চারজন। দুর্ঘটনার পর স্কটসডেল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।বিকেলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অ্যারিজোনা অঙ্গরাজ্যের স্কটসডেল বিমানবন্দরে দুটি বিমানের সংঘর্ষ হয়। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাসোসিয়েশন জানায়, টেক্সাস থেকে আসা একটি লিয়ারজেট ৩৫এ বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে।
এসময় বিমানবন্দরে আগে থেকে পার্ক করে রাখা গালফস্ট্রিম ২০০ বিজনেস জেটের সঙ্গে সেটির ধাক্কা লাগে। এতে বেশ কয়েকজন হতাহত হন।
এই ঘটনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে স্কটসডেল বিমানবন্দরের কার্যক্রম। এরইমধ্যে দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবতরণের সময় বিমানের ল্যান্ডিং গিয়ার ঠিকভাবে কাজ না করায় ঘটে এই দুর্ঘটনা।
স্কটসডেল ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ডেভ ফোলিও বলেন,
এই দুর্ঘটনা সত্যিই মর্মান্তিক। আমরা চিন্তিত। যারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমাদের প্রার্থনা তাদের সঙ্গে রয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়।
এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে চতুর্থবারের মতো বিমান দুর্ঘটনা ঘটলো। এর আগে ওয়াশিংটন ডিসির কাছে রোনাল্ড রিগ্যান বিমানবন্দরে সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে নিহত হন ৬৭ জন। এছাড়া, ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সাতজন প্রাণ হারান। এছাড়াও, গেল বৃহস্পতিবার আলাস্কায় ছোট বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন ১০ আরোহী।