মিনি বিশ্বকাপে স্মিথের নেতৃত্বে ‘দুর্বল’ দল নামাচ্ছে অস্ট্রেলিয়া

Spread the love

বিশ্বকাপজয়ী অধিনায়ককে ছাড়াই মিনি বিশ্বকাপ খেলতে হবে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে, সেটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে একা ক্যাপ্টেনকেই নয়, বরং সেরা তিন পেসারকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে হবে অজিদের। প্রত্যাশা মতোই চোটের জন্য অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন প্যাট কামিন্স ও জোশ হেজেলউড। এবার ব্যক্তিগত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুললেন মিচেল স্টার্ক।

২০২৩ সালে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার ওয়ান ডে বিশ্বকাপ জয়ে গুপুত্বপূর্ণ ভূমিকা নেন এই তিন তারকা। কামিন্স নেই, তাই অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন অধিনায়ক বেছে নিতে হতো। এক্ষেত্রে স্টিভ স্মিথই ছিলেন অজিদের সেরা বিকল্প। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্মিথ। কামিন্স ও মার্শের অনুপস্থিতিতে স্টিভ স্মিথ শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজে জয় এনে দিয়েছেন অজিদের। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও অস্ট্রেলিয়ার নেতা নির্বাচিত হয়েছেন।

প্রাথমিকভাবে যে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে অস্ট্রেলিয়া, চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় তাতে বিস্তর রদবদল করতে হয় তাদের। কেননা তিন পেসার ছাড়াও মিচেল মার্শকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। প্রাথমিক স্কোয়াডে নির্বাচিত হওয়া সত্ত্বেও অবসর ঘোষণা করেছেন মার্কাস স্টইনিস।

এই অবস্থায় অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নেন শন অ্যাবট, বেন ডার্শিস, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, স্পেনসার জনসন ও তনভীর সাঙ্ঘা। এছাড়া অস্ট্রেলিয়ার স্কোয়াডের সঙ্গে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে পাকিস্তানে উড়ে যাচ্ছেন কুপার কনলি।

স্টার্ক কেন খেলবেন না, সেই বিষয়ে নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি। আসলে অজি পেসার ব্যক্তিগত বিষয় নিয়ে গোপনীয়তা বজায় রাখার আবেদন জানিয়েছেন নির্বাচকদের কাছে। অজি নির্বাচকরা স্টার্কের সিদ্ধান্তকে খোলা মনে মেনে নিয়েছেন বলে খবর।

জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক দল ঘোষণার সময় পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে মোটে ৫টি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমেছেন। সংগ্রহ করেছেন মাত্র ৮৭ রান। তনভীর সাঙ্ঘা, স্পেনসার জনসন ও বেন ডার্শিসের ওয়ান ডে অভিজ্ঞতা আরও কম। তনভীর ও জনসন মোটে ২টি করে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ঢুকে পড়েন। ডার্শিস খেলেছেন মাত্র ১টি ওয়ান ডে।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়ার চূড়ান্ত স্কোয়াড

স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), শন অ্যাবট, অ্য়ালেক্স ক্যারি, বেন ডারশিস, ন্যাথন এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জোশ ইংলিস, স্পেনসার জনসন, মার্নাস ল্যাবুশান, গ্লেন ম্যাক্সওয়েল, তনভীর সাঙ্ঘা, ম্যাথিউ শর্ট ও অ্যাডাম জাম্পা। ট্র্যাভেলিং রিজার্ভ- কুপার কনলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *