‘রাজ্যে ১০০ দিনের কাজের জবকার্ডের টাকা ঢুকেছে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে’

Spread the love

রাজ্যে বাতিল হওয়া ভুয়ো জব কার্ড নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে বাতিল হওয়া ভুয়ো জব কার্ড থেকে টাকা তোলা হয়েছে। যার পরিমাণ প্রায় ৭ হাজার কোটি টাকা। সেই টাকা ফেরত না দিলে ও দোষীদের শাস্তি না দিলে কোনও টাকা দেবে না কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবার সংসদে বাজেট আলোচনার ওপর জবাবি ভাষণে পশ্চিমবঙ্গ সরকারকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে কোনও শিল্প নেই, কোনও কর্মসংস্থান নেই, কোনও দিশা নেই। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস তৃণমূল স্তরের মানুষকে লুঠ করছে।

এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এদিন শুভেন্দুবাবু বলেন, ‘উনি নথি হাতে নিয়ে কথা বলেছেন, উনি কান দিয়ে দেখেননি চোখ দিয়ে দেখেছেন। ২৫ লক্ষ ভুয়ো জব কার্ডে টাকা তোলা হয়েছে। এই টাকা যতক্ষণ না ফেরত দিচ্ছেন আর চোরেদের জেলে পাঠাচ্ছেন ততদিন কেন্দ্র টাকা দেবে না। আমরা প্রকল্প বন্ধ করিনি। টাকা আমরা বন্ধ করিনি। ভারত সরকারের করের টাকা লুঠ হয়েছে, যার পরিমাণ ৭ হাজার কোটি টাকার বেশি।’

শুভেন্দুবাবুর দাবি, ‘কংগ্রেস ১০০ দিনের কাজে দিয়েছিল ৪ হাজার কোটি টাকার কিছু বেশি। আর মোদীজি দিয়েছেন ৫৪ হাজার কোটি। অন্য রাজ্যে যে কার্ড বাতিল হয়েছে তাতে কোনও টাকা তোলা হয়নি। ওটা টেকনিক্যাল ফল্ট ছিল। আধার আর জব কার্ড যুক্ত করতে গিয়ে বাতিল হয়েছে। এই রাজ্যে যেটা ব্যতিক্রম, যাদের জবকার্ড ডিলিট হয়েছে তারা টাকা তুলে নিয়ে গিয়েছে। বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে। হায়দরাবাদে কাজ করেন এমন পরিযায়ী শ্রমিকের হায়দরাবাদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *