ISL 2024-25। ম্যাকলারেনের জোড়া গোল সঙ্গে অ্যালবার্তোর এক

Spread the love

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫ মরশুমের গুরুত্বপূর্ণ ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ১৫ ফেব্রুয়ারি, শনিবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। এই ম্যাচের আগে একটা পরিসংখ্যান বদলাতে চেয়েছিল কেরালা ব্লাস্টার্স। আসলে মোহনবাগান সুপার জায়ান্ট হল সেই দুই দলের মধ্যে একটি, যাদের বিরুদ্ধে কেরালা ব্লাস্টার্স কখনও নিজেদের হোম গ্রাউন্ডে জয় পায়নি। অন্য দলটি হল পঞ্জাব এফসি।

তবে এর পাশাপাশি এই মাঠে আরও একটি রেকর্ড রয়েছে মোহনবাগানের নামে। কঠিন চ্যালেঞ্জের পাশাপাশি, মোহনবাগান কোচিতে আইএসএলে প্রতিটি ম্যাচেই ৪ বা তার বেশি গোল করেছে। এবার এই ম্যাচের আগে প্রশ্ন ছিল তাহলে কি তাহলে কি ব্লাস্টার্স এবার এই পরাজয়ের ধারা ভাঙতে পারবে? না এদিনও মোহনবাগানের নামে সেই রেকর্ড অক্ষত থাকল।

টেবিলের শীর্ষে থাকা মোহনবাগান (২০ ম্যাচে ৪৬ পয়েন্ট) এদিনের ম্যাচে তাদের আধিপত্য আরও বাড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছিল। অন্যদিকে ১৯ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করা কেরালা ব্লাস্টার্স প্লে-অফ রেসে টিকে থাকার লড়াইয়ে নিজেদের জায়গা মজবুতকরতে চেয়েছিল। আইএসএলে গত তিনবারের মুখোমুখি লড়াইয়ে ব্লাস্টার্সকে হারিয়েছিল মোহনবাগান। যার মধ্যে ছিল রিভার্স ফিক্সচারের রোমাঞ্চকর ৩-২ গোলের জয়। সকলের প্রশ্ন ছিল তাহলে কি এবার কেরালা ব্লাস্টার্স পরাজয়ের এই ধারা বদলাতে পারবে, নাকি মোহনবাগান চলতি লিগে তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার জয় নিশ্চিত করবে? উত্তর পাওয়া গেল ৯০ মিনিটের পরে। নিজেদের দাপট দেখিয়ে খেলল মোহনবাগান। জিতল ৩-০ গোলে।

জেমি ম্যাকলারেনের জোড়া গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। ম্যাচের ২৮ মিনিটে মোহনবাগানকে প্রথম লিড এনে দেন জেমি ম্যাকলারেন। মোহনবাগানের এই স্ট্রাইকার মরশুমের নবম গোলটি করে ফেললেন। লিস্টন কোলাসোর নিখুঁত পাস থেকে বাঁ-পায়ের শটে বল জালে জড়িয়ে দেন জেমি ম্যাকলারেন। কেরালা ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে ২৮ মিনিটেই ০-১ মোহনবাগান সুপার জায়ান্ট। এরপরে ম্য়াচের ৪০ মিনিটে ম্যাচ ও নিজের দ্বিতীয় গোল করেন জেমি ম্যাকলারেন। মোহনবাগান ফরোয়ার্ড দুর্দান্ত এক বাঁ-পায়ের শটে বক্সের বাইরে থেকে গোল করেন, যা কেরালা ব্লাস্টার্সের ডিফেন্সকে অবাক করে দেয়। জেসন কামিংসের অ্যাসিস্টে স্কোরলাইন ২-০ করে ফেলে মেরিনার্স।

হাফটাইম পর্যন্ত জেমি ম্যাকলারেনের চমৎকার ব্রেসে মোহনবাগান প্রথমার্ধে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। প্রথম গোলটি এসেছিল লিস্টন কোলাসোর তীক্ষ্ণ অ্যাসিস্ট থেকে, আর দ্বিতীয় গোলটি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে করেন জেমি ম্যাকলারে। কেরালা ব্লাস্টার্স আক্রমণাত্মক ফুটবল খেললেও মোহনবাগানের শক্তিশালী ডিফেন্স ভেদ করতে ব্যর্থ হয়।

এরপরে মোহনবাগানের হয়ে তৃতীয় গোলটি করেন অ্যালবার্তো রদ্রিগেজ। ম্যাচের ৬৬ মিনিটে মোহনবাগানের লিড বেড়ে দাঁড়ায় ৩-০। ম্যাচের তৃতীয় গোলটি সেট-পিস থেকে সুযোগ কাজে লাগিয়ে করলেন অ্যালবার্তো রদ্রিগেজ।মোহনবাগানের স্প্যানিশ ডিফেন্ডারটি বক্সের বাঁ-পাশ থেকে বাঁ-পায়ের শটে বল জালে পাঠান, যা সোজা গিয়ে জড়িয়ে যায় গোলের মাঝখানে। এই গোলের সঙ্গে মোহনবাগান এখন মরশুমের সর্বোচ্চ গোলদাতা দল হয়ে গিয়েছে। তারা এখনও পর্যন্ত মোট ৪২টি গোল করে ফেলল।

শেষ পর্যন্ত এই ম্যাচ ৩-০ জিতে ২১ ম্যাচের শেষে ৪৯ পয়েন্ট সংগ্রহ করল মোহনবাগান। অন্যদিকে কেরালা ব্লাস্টার্স ২০ ম্যাচ খেলার পরে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৮ নম্বরে থাকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *