শনিবার সক্কাল সক্কাল মা হতে চলার সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন সমাজকর্মী-গায়িকা পিয়া চক্রবর্তী(Piya Chakraborty)। তাঁর আরেক বড় পরিচয় হল, তিনি পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী। ২০২৩ সালের নভেম্বরে দুজনে বিয়ে করেন। আর বছর আড়াই পর, দিলেন গর্ভবতী হওয়ার খবর। বাবা হওয়া নিয়ে কতটা উত্তেজিত পরমব্রত?জানা যাচ্ছে, পিয়া বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা। বাবা হতে চলা নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো ব্লাশ করতে দেখা গেল পরমব্রতকে। অভিনেতা টলি অনলাইনকে জানালেন, ‘দেখো আমি তো আমার বাবা-মায়ের একমাত্র সন্তান। কী বলব, সন্তান-পরিবার এগুলোতে বিশ্বাস করি। আমি একটু দেরিতে বিয়ে করেছি। কিন্তু সবসময়ই চেয়েছিলাম যে সেটল ডাউন করার পর আমাদেরও সন্তান হোক। পরিবারটা বাড়ুক।’
‘বলাই বাহুল্য, ভীষণ ভীষণ আনন্দের খবর আমাদের কাছে। পিয়ার কাছে, আমার কাছেও প্রচন্ড আনন্দের খবর। আমরা যখন প্রথম খবরটা পাই, আমাদেরও মনে হয়েছিল, সারা পৃথিবীকে তখনই জানিয়ে দেই। কিন্তু কিছু সতর্কতা নিতে হয়। অনেকগুলো ধাপের মধ্যে দিয়ে যেতে হয়। সেই অনেকগুলো ধাপ পেরনোর পরই সবাইকে জানানো উচিত। আমরাও সেটাই করেছি। ব্যাপারটা এতটা আনন্দের এই কথা বলতে বলতেও আমি ব্লাশ করছি।’, নিজের বক্তব্যে যোগ করলেন পরমব্রত।
এর আগে অনুপম রায়কে বিয়ে করেছিলেন পিয়া। তবে সেই বিয়ে থেকে কোনো সন্তান নেই তাঁর। বেশকিছু সম্পর্কে থাকলেও, পরমব্রতর প্রথম বিয়ে পিয়াকেই। অভিনেতা জানালেন, এটা একদম নতুন একটা জার্নি হতে চলেছে আমাদের জন্য। প্রথমবার আমরা দুজনেই বাবা-মা হব। অভিভাবক হব। খুবই স্পেশাল হতে চলেছে আমাদের এই আগামী সময়টা।
প্রেম দিবসের ঠিক পরদিন এল সুখবরটা। পিয়া পরম-ভক্তদের মুখে হাসি ফুটিয়ে জানালেন, ‘‘ভ্যালেন্টাইন পার্টিতে একটু দেরি হয়ে গেল.. কারণ আমরা এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম।’ এরপর তিনি আরও লেখেন, ১. এই আমরা, ২. এই আমাদের বড় সন্তান নিনা ৩. তারপর গত বছর বাঘা এসেছিল, ৪. আমাদের ভালোবাসার বুদবুদ ক্রমশ বেড়ে উঠছে, শীঘ্রই এই দলে যোগদান করবে একজন মানুষ!’পিয়া জানিয়েছেন, ৫ মাসের অন্তঃসত্ত্বা তিনি। আপতত রয়েছেন প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে। জুন মাসেই আসবে ছোট্ট ডল পুতুল। পিয়া মাতৃত্বের অনুভূতি নিয়ে জানিয়েছেন, ‘শুক্রবার চিকিৎসকের কাছে গিয়েছিলাম। একসঙ্গে প্রথমবার অনুভব করলাম শরীরের মধ্যে ছোট্ট প্রাণটা ধীরে ধীরে বেড়ে উঠছে। এর অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।’
অনুপম রায়ের সঙ্গে বিচ্ছেদের বছর দুই পর পরমব্রতর সঙ্গে নতুন জীবন শুরু করার পর কম কটাক্ষের মুখে পড়তে হয়নি পিয়াকে। এমনকী, রটে যায় তিনি নাকি দুই সন্তানকেও অবহেলা করছেন নতুন সংসার পাতার কারণে। এদিকে কোনো দিনই সন্তান নেননি অনুপম-পিয়া। সেই সময় ফেসবুকে সরব হয়েছিলেন পিয়া। স্পষ্ট করেছিলেন, তাঁর কোনো সন্তান নেই। দুই চারপেয়ে সন্তান রয়েছে পরমব্রত-পিয়ার। নিনা আর বাঘাকে নিয়ে ব্যস্ত জীবন দম্পতির। অবসরে কখনো গান, কখনো পছন্দের খাবার আবার কখনো এই দুই পোষ্যকে নিয়েই মজে থাকেন দুজনে। তবে এবার পালা এই তালিকায় আরও একটা ছোট্ট প্রাণ আসার।