alQaeda operative From UP in Pak Jail। আলকায়দা জঙ্গি এখন লাহোরের জেলে

Spread the love

দিল্লি পুলিশের কাছে সে ‘ওয়ান্টেড’। ২০১৬ সাল থেকে সে ফেরার। এমনই এক আলকায়দা জঙ্গির হদিশ পাকিস্তানের লাহোরের জেলে পাওয়া গিয়েছে। ভারতে আলকায়দার অপারেটিভ মহম্মদ উসমান বর্তমানে লাহোরের জেলে বন্দি।  উত্তর প্রদেশের সম্ভালের বাসিন্দা উসমানের হদিশ মিলতেই উঠে আসছে একাধিক তাক লাগানো তথ্য।

হঠাৎ কী করে লাহোরের জেলে বন্দি উসমানের খোঁজ মিলল? দ্য টাইমস অফ ইন্ডিয়া’র খবর বলছে, পাকিস্তানের বিভিন্ন জেলে কতজন ভারতীয় বন্দি রয়েছে, তার খোঁজ করতে গিয়ে পাকিস্তানের সরকার যে নামগুলি পেয়েছে তার মধ্যে রয়েছে উসমানের নাম। ২০১৫ সালে ভারতে আলকায়দার মডিউল ঘিরে উসমান দিল্লি পুলিশের কাছে ‘ওয়ান্টেড’ হয়ে ওঠে। ২০১৬ সাল থেকে উসমান সহ বহু আলকায়দা অপারেটিভ পলাতক। এদিকে, ফের একবার ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ ভারতে নিজের ঘাঁটি পোক্ত করতে চাইছে বলে পুলিশের স্পেশ্যাল সেল-র কাছে খবর আসে। পুলিশ বলছে, শান্তি ভঙ্গ করাই মূল উদ্দেশ্য এই মডিউলের। পুলিশ নামে তদন্তে। খোঁজ পেয়ে পুলিশ জানতে পারে, এদের বড় অংশ অ্যাকটিভ রয়েছে উত্তর প্রদেশের পূর্ব প্রান্তের সম্ভালে। তখনই একটি গোপন সূত্রে খবর আসে, এই ঘটনাকেন্দ্রিক সন্দেহভাজনদের ঘিরে। সন্দেহভাজন যারা পাকিস্তান, তুরস্ক, ইরানে ঘোরাফেরা করেছে, তাদের ঘিরে নজরদারি চলে। ঘটনার তদন্তের সময়ই গ্রেফতার হওয়া সন্দেহভাজনরা উসমানকে ঘিরে বহু পর্দা ফাঁস করে। কাল বিলম্ব করেনি পুলিশ। সম্ভালে উসমানের বাড়ি পৌঁছয় পুলিশের টিম। এবিষয়ে নির্দেশ আসে সেন্ট্রাল এজেন্সির তরফে, যাতে উসমানের বাড়ির ঠিকানার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। বাড়ির সকলে উত্তর প্রদেশ পুলিশকে জানায়, ২০১২ সাল থেকেই পলাতক উসমান। এবার প্রশ্ন হল, লাহোরের জেলে উসমান কীভাবে পৌঁছল?  

এদিকে, পুলিশের কাছে খবর রয়েছে যে, দীপা সরাই এলাকার উসমান সহ বেশ কয়েকজন যোগ দিয়েছিল ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’-এ। ২০১৫ সালে দিল্লি পুলিশের এফআইআর-এ ১৬ জনের নাম আসে। সম্ভাল পুলিশ বলছে যে তাদের কাছে উসমানের সহযোগী, মাওলানা আসিম উমর সম্পর্কে তথ্য রয়েছে, যে ভারতীয় নিরাপত্তা সংস্থার কাছে সানাউল হক নামে পরিচিত, যে সেপ্টেম্বর ২০১৯-এ আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়। আসিম উমরও সম্বলের দীপা সরাইয়ের বাসিন্দা। জানা যাচ্ছে, কোর্টের দ্বারা ‘পলাতক’ ঘোষিত হওয়ার ৮ বছর পর মহম্মদ উসমানের হদিশ পেয়েছে পুলিশ। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-র দাবি, গত ডিসেম্বর মাসে উসমানকে কনসুলার অ্যাকসেস দেওয়া হয়। আপাতত উসমানকে ঘিরে পরিস্থিতি কোনদিকে যায়, সেদিকে নজর বহু মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *