Junior Doctor Aniket mahata Result। রেজাল্ট বের হল, পাশ করলেন ডাক্তার অনিকেত?

Spread the love

আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ, তাকে খুন। আর তার প্রতিবাদে আন্দোলন। সেখানে একেবারে প্রথমের সারিতে জুনিয়র ডাক্তাররা। একেবারে অন্য়রকম একটা আন্দোলন দেখেছিল বাংলা। অস্বস্তিতে পড়েছিল সরকার। দিনের পর দিন ধরে ধর্নায় বসেছিলেন জুনিয়র ডাক্তারা। কাজকর্ম পড়াশোনা কার্যত স্থগিত রেখে দ্রোহ কাল।

তবে পরবর্তী সময়ে দেখা গিয়েছিল আন্দোলনকারীদের একাধিক চেনা মুখ যেন কোথায় হারিয়ে গেলেন। আসলে হারাননি তাঁরা। সোশ্য়াল মিডিয়ায় তাঁরাই জানিয়ে দিয়েছিলেন সামনে পরীক্ষা পড়তে যাচ্ছেন তাঁরা।

এরপর পরীক্ষা। এবার প্রশ্ন কেমন হল সেই পরীক্ষা?

সেই পরীক্ষার ফলাফলের কথা জানিয়েছেন আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। তিনি ফেসবুকে লিখেছেন,

‘পাশ এর খবর সব সময় আনন্দের।

কিন্তু যে আন্দোলনের পরম্পরায় এই রেজাল্ট, সেটাই আনন্দের মূল কারণ।

আমার শিক্ষক, সিনিয়র, জুনিয়র, ব্যাচমেন্ট সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।

লড়াইটা জারি থাকবে।

এক মুহর্তের জন্য যেনো ভুলে না যাই, অভয়া এখনো বিচার পায়নি।’

আনন্দের খবর জানিয়েছেন তিনি। তবে কি এবার আন্দোলন তুলে রেখে আনন্দে গা ভাসাবেন তাঁরা? না তেমনটা নয়। অনিকেত লিখেছেন, লড়াইটা জারি থাকবে।

এক মুহর্তের জন্য যেনো ভুলে না যাই, অভয়া এখনো বিচার পায়নি।’

পাশ করেছেন অনিকেত মাহাতো। ফেসবুকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই লিখেছেন সংগ্রামী অভিনন্দন। তবে এবার পরবর্তী আন্দোলনের রূপরেখা কী হয় সেটাই দেখার। তবে লড়াই জারি থাকবে ।

এর আগে জুনিয়র ডাক্তাররা কেন আচমকা চুপ হয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। তা নিয়ে জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়া সোশ্য়াল মিডিয়ায় লিখেছিলেন,

‘এখন,যেখানে,যে জুনিয়র ডাক্তার যা ভুল করছে

কিছু ব্যক্তি ইউটিউবে অথবা লেখালেখি করে তাদেরকে আন্দোলন এর মুখ বানাচ্ছেন আর

আমাদের কয়েকজন এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন

এখন কেন ডাক্তার নাইয়া রা চুপ ? কী মুশকিল রে বাবা চুপ নয় পড়শুনা করছি এক্সামের এর জন্য ।

আন্দোলন করতে গিয়ে নিজেরই কলেজ এর পিজিটি,জুনিয়র দের একে একে চিনছি।

অন্য কলেজ এর ডাক্তার দের আগে থেকে চেনা সম্ভব নয় ।পুরো আন্দোলনে দুই মাস রাস্তায় থাকার সময় অনেক অজানা ব্যক্তির সাথে ছবি থাকতে পারে এটা আটকানো সম্ভব ও নয়

ব্যক্তিগত ভাবে আমাকে কোনও অসামাজিক কাজকর্ম করতে দেখলে আপনারা আসুন , কান মলে দিয়ে যান আপত্তি থাকবেনা।

কিন্তু যেটা আমাকে কষ্ট দিচ্ছে সেটা বলি ।ডাক্তার হিসাবে MBBS পাশ করার পর থেকে লাস্ট ৬ বছর ফোন সারারাত খুলে রাখি এই জন্য যে কেউ কোনো বিপদে পড়তে পারে ।

সারারাত আননোন নাম্বার অ্যাটেন্ড করি সেখানে যদি কিছু লোক এই সুযোগ নিয়ে আমাকে ডিসটার্ব করে মুশকিল ।তাও ফোন খোলাই রাখব ।কার কখন বিপদ হবে কে জানে ।সাধারণত অন্যায় করিনা । আশাকরি করবনা ।

অন্যায়কারী দেরও সমর্থন করিনা । করব ও না ।আমার কাছে আন্দোলনকারী কোনও ডাক্তার ও যদি অন্যায় করে আগে সে অন্যায়কারী,

পরে ডাক্তার ।

সঙ্গে থাকুন সব অন্যায় এর বিরুদ্ধে যুদ্ধ চলবে

ভিতরে হোক বা বাইরে । ডাক্তার হোক বা মন্ত্রী’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *