তৃণমূল কংগ্রেস এমপি সাগরিকা ঘোষ শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ এনেছেন বলে খবর। তিনি অভিযোগ এনেছেন যে আমেরিকা থেকে ভারতে পড়ুয়া ফেরত পাঠানোর ক্ষেত্রে বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য সরবরাহ করা হচ্ছে ।
হিন্দুস্তান টাইমসকে সাগরিকা ঘোষ জানিয়েছেন, সরকার সত্যকে সঠিকভাবে হাজির করে না। বিদেশমন্ত্রী ৬ ফেব্রুয়ারি পরিষ্কারভাবে হাউসে আমাদের জানিয়েছিলেন তিনি গোটা বিষয়টি আমেরিকাকে জানাবেন। যাতে এটা আগামী দিনে আর না হয়। কিন্তু গত ১৫ ফেব্রুয়ারি আমরা দেখলাম আবার ভারতীয়দের নিয়ে অপর একটি ফ্লাইট এল। সেখানেও ভারতীয়দের শিকলবন্দি অবস্থায় রাখা হয়েছে। এটা হাউসকে বিপথে পরিচালিত করা হয়েছে। মোদীর সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের পরে এনিয়ে ভারত এই ইস্যুকে কেন্দ্র করে কোনও পদক্ষেপ নিয়েছে কি না তা নিয়ে কোনও সরকারি বিবৃতি জারি করা হয়নি।
প্রসঙ্গত রাজ্য সভায় এস জয়শঙ্কর একটি বিবৃতি জারি করেছিলেন। সেই প্রসঙ্গটাই উল্লেখ করেন সাগরিকা ঘোষ। সেখানে বলা হয়েছিল, আমরা নিশ্চিতভাবে মার্কিন সরকারের সঙ্গে কথা বলব যাতে এভাবে কাউকে দেশে ফেরত পাঠানো না হয়। তবে সাগরিকা ঘোষ জানিয়েছেন, ৯দিন পরে ১৬ ফেব্রুয়ারি ১১৬ জনকে ফেরত পাঠানো হয়েছিল একই ভাবে শেকল পরিয়ে।রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে পাঠানো চিঠিতে তিনি জানিয়েছেন, এই যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করা হয়েছে।