বছরের প্রথম দুটি মাস অতিবাহিত হয়েছে। এবার আসছে মার্চ। রাত পোহালেই ১ মার্চ, ২০২৫। এই ২০২৫ সালের মার্চ মাসে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, তা অনেকের কাছেই কৌতূহলের বিষয়। এদিকে, মাস শুরুই হচ্ছ সপ্তাহান্তের শনিবার দিয়ে। তবে তা মাসের প্রথম শনিবার। অন্যদিকে, মার্চ মাস জুড়ে হয়েছে রমজান, ইদ সহ নানান অনুষ্ঠান। দেখা যাক, রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী মার্চ মাসে কোন কোন দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক।
২ মার্চ- সাপ্তাহিক ছুটি রবিবার।
৭ মার্চ (শুক্রবার): মিজোরামের চাপচার কুট উৎসবের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৩ মার্চ (বৃহস্পতিবার): হোলিকা দহন এবং পোঙ্গালা – উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড এবং কেরলের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷
১৪ মার্চ, ২০২৫-আহমেদাবাদ, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দ্রাবাদ – অন্ধ্রপ্রদেশ, হায়দরাবাদ – তেলেঙ্গানা, ইটানগর, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ মার্চ-হোলি (ধুলেটি/ধুলান্দি/দোল যাত্রা) – ত্রিপুরা, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ু, মণিপুর, কেরালা এবং নাগাল্যান্ড ছাড়া বেশিরভাগ রাজ্যে একটি সরকারি ছুটি।
১৫ মার্চ-হোলি/ইয়াওসাং ২য় দিন – আগরতলা, ভুবনেশ্বর, ইম্ফল এবং পাটনায় ব্যাঙ্ক বন্ধ।
১৫ মার্চ (শনিবার): নির্বাচিত রাজ্যগুলিতে হোলি – ত্রিপুরা, ওড়িশা, কর্নাটক, তামিলনাড়ু এবং মণিপুরের মতো রাজ্যগুলি এই দিনে হোলি পালন করবে।
১৬ মার্চ- রবিবার।
২২ মার্চ (চতুর্থ শনিবার)- বিহার দিবস, সব ব্যাঙ্ক বন্ধ থাকবে বিহারে।
২৩ মার্চ- রবিবার।
মার্চ ২৭-শবি কাদর উপলক্ষ্যে জম্মু ও কাশ্মীরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২৮ মার্চ (শুক্রবার): জুমাতুল-বিদা – জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ।
মার্চ ৩০-রবিবার।
৩১ মার্চ (সোমবার): ইদ-উল-ফিতর – মিজোরাম এবং হিমাচল প্রদেশ বাদে বেশিরভাগ রাজ্য সরকারি ছুটি পালন করবে।