Zelenskyy-Trump Fight Latest Update। আমেরিকাকে ধন্যবাদের বন্যায় ভাসালেন জেলেনস্কি

Spread the love

ওভাল অফিসে ঝামেলা করে বেরিয়া ডোনাল্ড ট্রাম্প(Donald Trump) এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদের বন্যায় ভাসালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর এরই মাঝে কানাডার প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউরোপের বহু দেশের রাষ্ট্রপ্রধান এবং তাবড় রাজনীতিবিদরা জেলেনস্কির পাশে থাকার বার্তা দিলেন। জেলেনস্কির পাশে দাঁড়ানো দেশগুলির অধিকাংশই আবার মার্কিন যুক্তরাষ্ট্রেরও ‘বন্ধু’। এই আবহে ওভাল অফিসের ঝামেলায় কি আদতে ‘বন্ধু’ হারালেন ট্রাম্প?

এর আগে হোয়াইট হাউজ থেকে বেরিয়ে জেলেনস্কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লেখেন, ‘ধন্যবাদ যুক্তরাষ্ট্র, আপনাদের সহায়তার জন্য ধন্যবাদ, এই সফরের জন্যও ধন্যবাদ। মার্কিন প্রেসিডেন্ট, কংগ্রেস, মার্কিন মানুষজনকে ধন্যবাদ। ইউক্রেনের ন্যায্য ও স্থায়ী শান্তি প্রয়োজন এবং আমরা ঠিক সেই লক্ষ্যেই কাজ করছি।’ এদিকে ওভাল অফিসের ঘটনার পরে ফ্রান্স ও স্পেনের মতো ইউরোপের দেশগুলো জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ‘রাশিয়ার আগ্রাসনের ভুক্তভোগী ইউক্রেনের মানুষ। শুরু থেকে যাঁরা লড়াই করে যাচ্ছেন, তাঁদের প্রতি আমাদের অবশ্যই সম্মান দেখাতে হবে।’ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সেনচেজ এক্স পোস্টে লেখেন, ‘স্পেন ইউক্রেনের পাশে আছে।’ পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক পোস্ট করে লেখেন, ‘প্রিয় জেলেনস্কি, ইউক্রেনের প্রিয় বন্ধুরা, আপনারা একা নন।’

এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ‘উত্তপ্ত বাক্যবিনিময়ের’ পরে ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন জেলেনস্কি। সেখানে তাঁর থেকে জানতে চাওয়া হয়, তিনি ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন কি না। জেলেনস্কি জানিয়ে দেন, তিনি ক্ষমা চাইবেন না। তিনি বলেন, ‘এই ধরনের কথা কাটাকাটি উভয় পক্ষের জন্যেই খারাপ। ট্রাম্প যদি ইউক্রেনকে সাহায্য না-করে, তবে রাশিয়ার আক্রমণ ঠেকানো আমাদের পক্ষে কঠিন হবে। তবে আমার মনে হয়, এই সম্পর্ক মেরামত করা সম্ভব। কারণ এটা শুধু দুই প্রেসিডেন্টের সম্পর্কের বিষয় নয়। এটা দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের বিষয়।’ 

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউজের ওভাল অফিসে বৈঠকে মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই বৈঠকেই উত্তপ্ত বাক্যবিনিময় হয় দু’জনের। এই আবহে দুই দেশের রাষ্ট্রপ্রধানের যৌথ সাংবাদিক সম্মেলন বাতিল হয়ে যায়। এদিকে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যে চুক্তি হওয়ার কথা ছিল, তাতেও সই করেননি ট্রাম্প ও জেলেনস্কি। সেই বৈঠকের পরে এক বিবৃতি জারি করে ট্রাম্প আবার দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অপমান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

ওভাল অফিসের বৈঠক চলাকালীন ওভাল অফিসে জেলেনস্কিকে কড়া কথা শোনান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন জেলেনস্কি’। এদিকে জেলেনস্কি পালটা বলেছিলেন, ‘পুতিনের মতো কোনও খুনিকে কোনও ছাড় দেওয়া ঠিক নয়। তাঁর সঙ্গে কোনও সমঝোতা করা যাবে না।’ এদিকে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। তিনি জেলেনস্কিকে বলেন, ‘আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। ওভাল অফিসে বসে বিতণ্ডায় জড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করেছেন আপনি।’ জবাবে গলা চড়িয়েই জেলেনস্কি বলেন, ‘আমি বহুবার আমেরিকার জনগণকে ধন্যবাদ জানিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *