কখনও মহিলাদের গলায়, আবার কখনও পুরুষদের গলায় কথা!কে এই যুবক?

Spread the love

কখনও মহিলাদের গলায়, আবার কখনও পুরুষদের গলায় কথা বলছেন তিনি। শুধু নারী, পুরুষের কন্ঠে নয়, বিভিন্ন মানুষের কন্ঠ অবিকল নকল করতে পারেন এই যুবক। সোশ্যাল মিডিয়ায় ভীষণই ভাইরাল সমাপন মিশ্র। এই প্রথম নয় কয়েক বছর আগেও তার একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গেছিল হরেক মাল ৩৫ টাকা স্লোগান দিয়ে নানা কন্ঠে সে কথা বলছে। আর সেই ভিডিও নিমেষে জায়গা করে নিয়েছিল নেটিজেনদের মনে। সমাপন এখন আরজে। তিনি নানা জায়গায় ভয়েজ ওভারেরও কাজ করেন। তার সাথে তার নারী, পুরুষের কন্ঠ নকলের পারদর্শীতা মন কেড়েছে ইনিউজবাংলার।

বয়স অনেকটাই কম। কিন্তু তার সাথে কথা বলে জানা গেছে, যেকোনও বিষয় নিয়ে যেকোনও কন্ঠে জমিয়ে আড্ডা দেওয়া কাকে বলে। সমাপণ জানায়, ছোট থেকেই পরিবারের যেকোনও অনুষ্ঠান কিংবা আড্ডা দেওয়ার আসরে মধ্যমণি তিনি। ছোট থেকেই সে নানা কন্ঠে কথা বলতে পারেন, আর সব থেকে বড় বিষয় সমাপন নারী, পুরুষ যেকোনও কন্ঠকে হুবহু নকল করতে পারেন। সেই তালিকা থেকে বাদ পড়েননি তার মাও। আজ্ঞে হ্যাঁ, মাকে পর্যন্ত নকল করেন সমাপণ। এছাড়াও বন্ধুদের সাথে প্রচুর প্রাঙ্ক কল করেছে সে। ছোট বেলায় এই প্রাঙ্ক কল করার জন্য বন্ধুরা বার বার অনুরোধ করতো। আর বেশ মজায় বিভিন্ন মানুষের সাথে প্রাঙ্ক কল করে সে।

এছাড়াও সমাপনের আরও একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছিল, যেখানে তাকে দেখা যায়, লেডিস কামরায় মহিলারা একে অপরের সাথে ঠিক কিভাবে ঝগড়া করেন। একদম যেন অবিকল সেই ঝগড়া করতে দেখা যায় তাকে, থুরি তার কন্ঠে। শুধু নারী, পুরুষের কন্ঠই নয়, সে ছোট যেকোনও শিশুর কন্ঠও নকল করতে পারেন। সমাপনের কন্ঠে যেন অবিকল মা সরস্বতীর বাস।তার এমন প্রতিভা তাজ্জব করে দিয়েছে গোটা নেটদুনিয়াকে। আগামীদিনে আরও বড় জায়গায় যাক সমাপন, তার কন্ঠ যেন বিশ্বে প্রত্যেকটা মানুষের কানে যায় এই কামনাই রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *