সম্প্রতি একটি জল্পনা রটে যায় যে আর মাধবন নাকি অল্প বয়সী মেয়েদের সঙ্গে চ্যাট করেন। চেন্নাইয়ে প্যারেন্ট জিনি নামক একটি অ্যাপ লঞ্চ করতে এসে তিনি এই বিষয়ে কথা বলেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় যে নজরদারি চালানো হয় সেটা নিয়েও কথা বলেন।
সোশ্যাল মিডিয়ায় একটি ধারণা ছড়িয়েছে যে অল্প বয়সী মেয়েদের সঙ্গে নাকি আর মাধবন ফ্লার্ট করেন। চ্যাট করেন। শুধু তাই নয়, চুমু থেকে হৃদয়ের ইমোজি সবই পাঠান কথা বলার সময়। এবার এই বিষয়ে নিজের মতামত জানালেন ‘শয়তান’ অভিনেতা।
অভিনেতার মতে সোশ্যাল মিডিয়ায় যেগুলো চলে সেগুলো অদরকারি নজরদারি। তিনি এদিন চেন্নাইয়ে প্যারেন্ট জিনি নামক একটি অ্যাপের উদ্বোধনে এসে এই বিষয়ে কথা বলেন। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, এই অ্যাপটি আদতে একটি লোকেশন ভিত্তিক প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ। এখানে আর মাধবন বিনিয়োগ করেছেন। শুধু তাই নয় তিনি এটির স্ট্র্যাটেজিক পার্টনারও বটে।
এদিন তিনি অল্প বয়সী মেয়েদের সঙ্গে কথা বলার প্রসঙ্গে বলেন, ‘আমি একজন অভিনেতা। আমার কাছে বহু মানুষের মেসেজ আসে ইনস্টাগ্রাম সহ সমস্ত সোশ্যাল মিডিয়াতেই। একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝাই। একজন অল্প বয়সী মেয়ে ধরুন আমায় মেসেজ করে লিখল যে আমি আপনার এই ছবিটি দেখেছি। আমার ভীষণ ভালো লেগেছে। আপনি একজন দারুণ ভালো অভিনেতা, খুব ভালো কাজ করেছেন। আপনি আমায় উৎসাহ জোগান, ইত্যাদি, ইত্যাদি। সেই মেসেজের শেষে সে অনেকগুলো লাল হৃদয়ের এবং চুমুর ইমোজি পাঠালো।’
তিনি এদিন আরও বলেন, ‘এখন একজন অনুরাগী যখন এত ডিটেলে কোনও কথা লিখছেন, প্রশংসা করছেন তখন আমি বাধ্য উত্তর দিতে তাই না? আমি সাধারণত বলি অনেক ধন্যবাদ। এটা আপনার উদারতা। ঈশ্বর আপনার ভালো করুন। ইত্যাদি। তো সেই মেয়েটি যদি আমার মেসেজের স্ক্রিনশট নেয় আর সেটা ইনস্টাগ্রামে পোস্ট করে তখন মানুষ কী দেখে? ওই লাল হৃদয়ের ইমোজি, চুমুর ইমোজি। আমি তো সেগুলোর উত্তর দিই না। আমি ওর করা মেসেজের উত্তর দিই। কিন্তু মানুষ সেসব না দেখে বলে যে ম্যাডি অল্প বয়সী মেয়েদের সঙ্গে কথা বলে। লোকজন ভাবেও না এটার জন্য কতটা সমস্যা হতে পারে। বা কী হয়।’
আর মাধবনের ছবি এবং কাজ
আর মাধবনকে শেষবার হিসাব বরাবর ছবিতে দেখা গিয়েছে। এটি ব্যাঙ্ক স্ক্যামের উপর বানানো হয়েছিল। আগামীতে তাঁকে বেশ কিছু তামিল এবং হিন্দি ছবিতে দেখা যাবে।