TMC offers money for vote। লিড দিতে পারলেই পাবেন লক্ষ লক্ষ টাকা

Spread the love

বছর ঘুরলেই বিধানসভা ভোট। ইতিমধ্যে দলীয় নেতাকর্মীদের ভোটের প্রস্তুতি শুরু করে দিতে বলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর ময়দানে নেমেই লিড দিলে মোটা টাকা পুরস্কার ঘোষণা করলেন তৃণমূল বিধায়ক। এক লক্ষ ভোটে জয়ের লক্ষ্যমাত্রা রেখে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। জানালেন, যে বিধানসভা থেকে সর্বোচ্চ লিড পাবেন তাদের পুরস্কার হিসাবে দেওয়া হবে ১ লক্ষ টাকা। একই ভাবে দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্যও পুরস্কার ঘোষণা করেছেন তিনি।

রবিবার ক্যানিংয়ের রায়বাঘিনী হাই স্কুলের মাঠে ছিল তৃণমূলের সভা। সভায় হাজির ছিলেন স্থানীয় বিধায়ক প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে লাউড স্পিকার বাজিয়ে সভা করার অনুমতি তৃণমূল কী করে পেল সেটা আলাদা প্রশ্ন। সেই সভাতেই পরেশরাম বলেন, ‘ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে মোট ১১টি অঞ্চল রয়েছে।

ভোটার সংখ্যা অনুযায়ী যে অঞ্চল সব থেকে বেশি লিড দেবে সেই অঞ্চলকে ১ লক্ষ টাকা, দ্বিতীয় সর্বোচ্চ লিড যাঁরা দেবে তাদের ৭৫ হাজার টাকা ও তৃতীয় সর্বোচ্চ লিড যে অঞ্চল দেবে তাদেরকে ৫০ হাজার টাকা পুরস্কার দেব। যে বুথ সব থেকে বেশি লিড দেবে সেই বুথের সভাপতিকে ও সদস্যদের ৫০ হাজার টাকা পুরস্কার দেব।

এর আগেও বিভিন্ন ভোটে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভোটের বিনিময়ে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। কখনও সাংসদ শতাব্দী রায়কে বলতে শোনা গিয়েছে, যে অঞ্চলে দল লিড পাবে সেখানে উন্নয়নের কাজ বেশি হবে। তবে এই ধরণের কথা বলার জন্য কখনও কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি তৃণমূল। এবার ভোটের প্রায় ১ বছর আগে থেকে শুরু হয়ে গেল টাকার টোপ দেওয়ার খেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *