Bangladesh New Party। বাম, নাকি ডানপন্থী হয়ে বাংলাদেশে এগোবে ইউনুসের প্রাক্তন উপদেষ্টা নাহিদদের পার্টি?

Spread the love

সদ্য বাংলাদেশে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি। সেই পার্টির আহ্বায়ক পদে রয়েছেন ইউনুস সরকারের প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার সকালে তিনি পার্টির অন্যান্যদের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানেই তিনি নতুন বাংলাদেশ গঠন নিয়ে মুখ খোলেন। এছাড়াও সংগঠনের সচিব আখতার হোসেন জানান, তাঁদের দল মধ্যপন্থী দল হিসাবে কাজ করবে।

ইতিমধ্যেই বাংলাদেশে মসনদচ্যুত হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আওয়ামি লিগ। নাহিদ বলছেন, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামি লিগের রাজনীতির ফয়সলা করার কথা। এরই সঙ্গে ইউনুস সরকারের প্রাক্তন উপদেষ্টা নাহিদ বলেন, শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। বাংলাদেশের বুকে নতুন প্রজাতন্ত্র গড়তে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদের দাবি,পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব নয়।

একইসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে তাঁদের নাগরিক পার্টি। এদিকে, বাংলাদেশ জুড়ে ক্রমাগতই নির্বাচনের দাবিতে সরব হতে শুরু করেছে একাধিক পার্টি। শেখ হাসিনা সেদেশের মসনদ ছেড়েছেন ৬ মাস হয়ে গিয়েছে। তারপর এবার নির্বাচনের পক্ষে সওয়াল করছে সব মহল। এরই মাঝে বাংলাদেশে কোন পন্থায় এগোবে নাহিদদের পার্টি এনসিপি? তারও হদিশ দিয়েছেন দলের সচিব আখতার হোসেন। তিনি জানান, ডান-বামের বাইনারির মধ্যে না গিয়ে মধ্যপন্থী দল হিসেবে কার্যক্রম পরিচালনা করবে এনসিপি।

উল্লেখ্য, এদিন দলের কর্মসূচিতে ছিলেন পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী সহ অনেকে। ছিলেন সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *