Mayuri Darani। সারেগামাপা শেষ হতেই নতুন শুরুর ঘোষণা ফার্স্ট রানার আপ ময়ূরীর

Spread the love

এবারের সারেগামাপার প্রতিযোগী ছিলেন তিনি। প্রথম থেকেই বিভিন্ন ধরনের গান গেয়ে বারংবার নজর কেড়েছেন সবার। বিজয়ী হওয়ার দৌড়েও ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দেয়াশিনী এগিয়ে যান। সাঁইয়ের সঙ্গে যুগ্ম ভাবে দ্বিতীয় হন ময়ূরী। জীবনের সেই অধ্যায়ের সমাপ্তি ঘটতেই নতুন শুরুর ঘোষণা করলেন তিনি।

কী ঘোষণা করলেন ময়ূরী?

এদিন ময়ূরী তাঁর দুটো ছবি দিয়ে একটি পোস্টার বানিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই জানানো হয় ময়ূরী এবার থেকে শো এবং কনসার্ট করবেন। কেউ তাঁকে কোনও শোয়ের জন্য বুক করতে চাইলে করতে করেন। সেই বুকিং ডিটেলস তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

একই সঙ্গে জানান তাঁর এই ব্যান্ড বা দলের নাম হবে ময়ূরীর মন্ত্র। সেই পোস্টারে ব্যবহার করা হয়েছে জি বাংলা এবং সারেগামাপার লোগো। জানানো হয়েছে তিনি এবারের সারেগামাপার ফার্স্ট রানার আপ। এই তথ্যগুলো শেয়ার করে ময়ূরী তাঁর প্রোফাইল থেকে লেখেন, ‘নক নক! আপনারা সবাই তৈরি তো? এখনি আপনাদের সবার ডেট বুক করে নিন।’

ময়ূরী দারানি সারেগামাপার গ্র্যান্ড ফিনালেতে আজ কী রাত গানটি পারফর্ম করেন। এদিন তাঁর গানে জোজো মুখোপাধ্যায়, এবারের অন্যতম বিচারক এতটাই মুগ্ধ হয়ে যান যে তিনিও উঠে এসে তাঁর সঙ্গে গানটি গান। এই সারেগামাপার সিজনে ফার্স্ট রানার আপ একাধিক পুরস্কার পেয়েছেন ময়ূরী। প্রথম রানার আপ হয়ে সারেগামাপা থেকে ময়ূরী পেয়েছেন আনমোলের তরফে ২ লাখ, শালিমারের তরফে ১ লাখ টাকা এবং গিফট হ্যাম্পার, আদি ঢাকেশ্বরীর তরফে ১ লাখ এবং খুকুমণি আলতা সিঁদুরের তরফে আরও ১ লাখ টাকা। এছাড়া গ্ল্যামারের তরফে আরও ১০ হাজার টাকা পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *