Akshay-Shilpa। ৩০ বছরের পুরনো স্মৃতি উসকে ‘চুরা কে দিল মেরা’ গানে নাচ

Spread the love

৩০ বছর আগের স্মৃতি। সেই স্মৃতি উসকে আরও একবার এক মঞ্চে হাজির অক্ষয় কুমার-শিল্পা শেট্টি। সৌজন্যে HT-র মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডস ২০২৫। এটি এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ১৫তম সংস্করণ। আর বলিউডের ইতিহাসে অন্যতম সিজলিং অনস্ক্রিন জুটি হলেন অক্ষয়-শিল্পা। যাঁরা কিনা ৩ মার্চ হিন্দুস্তান টাইমস বাংলা আয়োজিত এই পুরস্কার অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছিলেন। 

এদিন রাতে ক্লাসিক আইভরি গ্ল্যামারের থিম মেনে অক্ষয় একটি অল-হোয়াইট স্যুটে হাজির হয়েছিলেন, অন্যদিকে শিল্পাকে সেলিব্রিটি ডিজাইনার মণীশ মালহোত্রার ডিজাইন করা একটি সাদা শাড়িতে দেখা যায়। তাঁরাই এই পুরস্কারের সন্ধ্যাটিকে বিশেষ করে তুলেছিলেন। নিজেদের কালজয়ী রসায়ন দিয়ে মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছিল। এদিন র‍্যাম্প ওয়াকেও দেখা যায় শিল্পাকে।

একসময় অক্ষয় কুমার ও শিল্পা শেঠির জুটি ছিল বলিপাড়ার অন্যতম সেরা জুটি। এদিন ১৯৯৪ সালের ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ ছবির জনপ্রিয় চার্টবাস্টার গান- ‘চুরা কে দিল মেরা ’ গানে নেচে সেই পুরনো স্মৃতিকেই তাজা করলেন আক্কি-শিল্পা। যে গানটি কিনা গেয়েছিলেন অলকা ইয়াগনিক ও কুমার শানু।  এদিন সেই গানেই আসর জমালেন অক্ষয়-শিল্পা। নিজেদের সেই সিজলিং রসায়নের কথা অনুরাগীদের মনে করিয়ে দিলেন। এত বছর পর আরও একবার একইভাবে সকলের মন জয় করে নেন। একসঙ্গে স্বপ্নের মতো লাগছিল তাঁদের! 

৩০ বছর পরেও অক্ষয় ও শিল্পা হিন্দি সিনেমার দুনিয়ায় সবচেয়ে স্টাইলিশ ও গর্জিয়াস অভিনেত্রীদের মধ্যে রয়েছেন। এতদিন পর তাঁদের একসঙ্গে দেখা অনুরাগীদের কাছে কিছু কম আনন্দের ছিল না। সকলেরই আশা ফের একবার রুপালি পর্দাতেও জুটি বাঁধুন অক্ষয় ও শিল্পা।অক্ষয় ও শিল্পা ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনম কাপর আহুজা, ফারহান আখতার, শিবানী দান্ডেকর, শিখর ধাওয়ান, রেখা এবং অভিষেক বচ্চন। অন্যদিকে এদিন মঞ্চে উঠে রেখার সঙ্গে বেশকিছুক্ষণ কথা বলতে দেখা যায় অভিষেক বচ্চনকে। এছাড়াও ছিলেন এ আর রহমানের মতো সঙ্গীতশিল্পীও। এটা সত্যিই স্মরণীয় একটি রাত ছিল। তবে অবশ্যই মূল আকর্ষণ ছিলেন অক্ষয় এবং শিল্পা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *