অস্কার এল না প্রিয়াঙ্কার ঝুলিতে

Spread the love

অস্কার ২০২৫-এর মঞ্চে সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্মের খেতাব জিতল না প্রিয়াঙ্কা চোপড়ার(Priyanka Chopra) ‘অনুজা’। লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম হিসেবে ‘অ্যাম নট আ রোবট’ এই বছর জিতেছে অ্যাকাডেমি পুরস্কার। গুনীত মোঙ্গা এবং প্রিয়াঙ্কা চোপড়ার এই স্বল্পদৈর্ঘ্যের লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম ‘এ লিয়েন’, ‘আই অ্যাম নট আ রোবট’, ‘দ্য লাস্ট রেঞ্জার’ এবং ‘দ্য ম্যান হু কাড নট রিমেইন সাইলেন্ট’ -এর সঙ্গে অস্কারের জন্য মনোনীত হয়েছিল।

অ্যাডাম জে. গ্রেভস ও সুচিত্রা মাত্তাই পরিচালিত এই ছবিতে ‘অনুজা’ নামে এক তরুণীর গল্প ফুটে উঠেছে। গল্পে ‘অনুজা’ নয় বছর বয়স। সে এক প্রতিভাবান মেয়ে। কিন্তু ‘অনুজা’র পরিবার এক কঠিন সময়ের মধ্যে এসে পড়ে। যা ফলে ‘অনুজা’ ও তার বোনকে পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে হয়। গল্পে ‘অনুজা’ ও তার বোন দিল্লির একটি পোশাক তৈরির কারখানায় কাজ করা শুরু করে। আর তাদের এই একটা সিদ্ধান্ত তাদের দু’জনের ভবিষৎকে নতুন রূপ দেয়। এই শর্ট ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাজদা পাঠান। তার বোন ‘পলক’ -এর চরিত্রে দেখা গিয়েছে অনন্যা শানভাগ।

ছবিটিকে যৌথ ভাবে প্রযোজনা করেছিলেন সুচিত্রা মাত্তাই, মিন্ডি কালিং, গুণীত মোঙ্গা কাপুর, কৃষণ নায়েক, অ্যারন কপ, দেবানন্দ গ্রেভস, মাইকেল গ্রেভস, শিতিজ সাইনি এবং আলেকজান্দ্রা ব্লেনি। প্রিয়াঙ্কা চোপড়া এবং অনীতা ভাটিয়া এই ছবির কার্যনির্বাহী প্রযোজক। বর্তমানে ছবিটি নেটফ্লিক্সে স্ট্রিমিং করা হচ্ছে।

অন্যদিকে, অস্কার জয়ী ‘আই অ্যাম নট আ রোবট’ হল ভিক্টোরিয়া ওয়ার্মার্ডামের লেখা এবং পরিচালিত একটি সায়েন্স ফিকশন লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম। ‘অনলাইন ক্যাপচা পরীক্ষায় সফল না হওয়ায় ‘ম্যাক্স’ অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়। তাঁর মনে সন্দেহ দানা বাধে যে, সে আসলে একটা রোবটও হতে পারেন।

প্রসঙ্গত, অস্কার বিজয়ীদের নাম প্রকাশ্যে এসেছে। সবচেয়ে বেশি পুরষ্কার পেয়েছে ‘আনোরা’। সেক্স ওয়ার্কারদের জীবনের উপর নির্মিত এই ছবি। ছবিটি পাঁচটি ক্যাটাগরিতে অস্কার জিতেছে। ‘দ্য ব্রুটালিস্ট’ তিনটি ক্যাটাগরিতে অস্কার পুরষ্কার পেয়েছে। অন্যদিকে, ‘উইকেড’, ‘এমিলিয়া পেরেজ’ এবং ‘ডুন: পার্ট টু’ দুটি করে ক্যাটাগরিতে অস্কারে ভূষিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *