ইন্দ্রানুজের বাবাকে ফোন ব্রাত্যর

Spread the love

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের ওপর দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর(Bratya Basu) গাড়ি চলে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। তারপরে ব্রাত্যের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে ছাত্রসমাজ। বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের জেরে ক্রমশ চাপ বাড়ছে ব্রাত্যের উপরে। এই পরিস্থিতিতে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘আহত’ ইন্দ্রানুজ রায়ের বাবাকে ফোন করলেন মন্ত্রী। ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে আহত ইন্দ্রানুজ রায়ের দ্রুত আরোগ্য কামনা করলেন তিনি। এমনকী ইন্দ্রানুজের সঙ্গে তিনি দেখা করবেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

সোমবার দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায়কে ফোন করেন শিক্ষামন্ত্রী। ফোন করে শনিবারের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন তিনি। বলেন, ঘটনাক্রম যে এদিকে বাঁক নেবে তা তিনি কখনও চাননি। এই ঘটনায় তিনি ও তাঁর স্ত্রী মর্মাহত বলেও জানান ব্রাত্যবাবু। পালটা অমিতবাবু বলেন, ‘শনিবারের ঘটনা অনভিপ্রেত। তবে সেজন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা ঠিক নয়।’ সোমবার এক সাক্ষাৎকারে ব্রাত্য বসু বলেছিলেন, আহত ছাত্রের সঙ্গে দেখা করতে চান তিনি। বর্তমানে যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন ইন্দ্রানুজ।

ওদিকে সোমবার আহত ইন্দ্রানুজ হাসপাতালে শুয়ে বলেন, ‘ব্রাত্য বসুর নির্দেশেই আমার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে। যা খুনের চেষ্টার সামিল। ওনার বিরুদ্ধে কেন খুনের চেষ্টার মামলা হবে না?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *