দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গত সপ্তাহে সামনে এসেছে বলিউডের ‘ভাইজান’ সলমন খানের বহুল প্রতীক্ষিত ‘সিকন্দর’ ছবির টিজার। যেখানে রয়েছে ফাটাফাটি অ্যাকশন সিকোয়েন্স। এক মিনিট ২১ সেকেন্ডের সেই টিজার ভিডিয়োটিতে রশ্মিকা মান্দানাকে একঝলকই দেখা গিয়েছিল। যাকে কিনা ছবিতে সুপারস্টারের প্রেমিকার ভূমিকায় দেখা যাবে।
ইদে মুক্তি পেতে চলেছে ‘সিকন্দর’, সেই ছবিতে সলমন-রশ্মিকার রসায়ন দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। তবে আজ ৪ মার্চ, মঙ্গলবার সামনে এল ছবির প্রথম গান ‘জোহরা জবী’। এই রোমান্টিক পার্টি ট্র্যাকটি সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম, নাকাশ আজিজ, দেব নেগি এবং মেলো ডি।
‘সিকন্দর’-এর এই রোম্যান্টিক গানের রঙিন আবহ এবং ফুট-ট্যাপিং বিটগুলি আপনাকে সলমন এবং কারিনা কাপুর খানের ২০১৫ সালের ‘বজরঙ্গি ভাইজান’ ছবির চার্টবাস্টার হিট ‘আজ কি পার্টি’র কথা মনে করিয়ে দেবে। গানটিতে তিনটি বিষয় হাইলাইট করা হয়েছে। এক সলমনের অতুলনীয় সোয়াগ, রশ্মিকার সিজলিং নাচের ভঙ্গি এবং তাঁদের আশ্চর্যজনকভাবে সুন্দর রসায়ন।
প্রাথমিকভাবে যখন ‘সিকন্দর’ ছবিটির ঘোষণা হয়েছিল, তখন নেটিজেনদের সলমন-রশ্মিকার মধ্যে বয়সের ব্যবধানের কথা উল্লেখ করেছিলেন। তবে যখন আপনি ‘জোহরা জবী’ গানের ভিডিয়োচি দেখবেন, এখানে একবারও সলমন ও রশ্মিকার বয়সের পার্থক্যের কথা মাথাতেও আসবে না। মুগ্ধ হতে হবে তাঁদের রোম্যান্সে। বিশেষ করে রশ্মিকার আবেদনময়ী স্টেপ নজর কাড়ে বৈকি!
গানটি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় নানান মন্তব্য উঠে এসেছে। একজন লেখেন, ‘উফ মুভস ভাই কা সোয়াগ আলাগ হি লেভেল হ্যায়। সলমন খানের এক নম্বর সং, ভাই আর ভাইয়ের স্টেপ’, অন্য এক ভক্ত লিখেছেন, ‘কাহা গিয়ে ও লোগ জো কেহ রে থে ভাই কো ডান্স নেহি আতা।’আরও একজন লিখেছেন, ‘জোহরা জবী স্ট্রেইট চার্টবাস্টার! সমস্ত মিউজিক চার্টকে শাসন করতে চলেছে .. ফুল ইড ভাইবস, সলমন খান-রশ্মিকা ফ্রেশিং কেমিস্ট্রি.. সিঙ্গল স্ক্রিনও নাচবে নিশ্চিত!’