একদিকে এসএফআই দাবি তুলেছে যাদবপুরের ঘটনায় পদত্যাগ করতে হবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। তাঁর গ্রেফতারির দাবিও তুলেছেন এসএফআই কর্মীরা। মঙ্গলবারও দফায় দফায় রাস্তায় নামে এসএফআই। তবে সবটাই প্রতীকীভাবে। বুধবারও তাদের কর্মসূচি চলবে বলে তারা জানিয়েছে।
এবার এসএফআইয়ের পালটা রাস্তায় নামছে তৃণমূলের শিক্ষা সেল। সেই মিছিলে শামিল হচ্ছে তৃণমূল প্রভাবিত অধ্য়াপকদের সংগঠন ওয়েবকুপা। অন্যদিকে চলে এসএফআইয়ের মিছিলও।
যাদবপুর ৮ বি বাসস্ট্যান্ড থেকে তাদের মিছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাবে তাঁদের মিছিল। তাঁদের দাবি যেভাবে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা চালানো হয়েছে সেটা অভিপ্রেত নয়। অন্যদিকে সোমবার থেকেই এসএফআইয়ের মিছিলের জেরে যাতে অশান্তি না হয় তা নজরে রেখেছিল পুলিশ
সংগঠনের আওতায় থাকা অধ্য়াপকদের একাংশ বলেন, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী একটা সভায় ছিলেন। সেখানে ছাত্ররা যা করেছে তা ছাত্রসুলভ নয়। শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। অপর এক শিক্ষক নেতা বলেন, অধ্য়াপকদের সভায় ছাত্ররা কেন হামলা করবেন সেটাই তো বুঝতে পারছি না। গলায় ঝোলানো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি। রাস্তায় নামলেন শাসকদলের ছাতার তলায় থাকা শিক্ষক-অধ্য়াপকরা। ব্রাত্য বসুর গাড়ির উপর হামলার প্রতিবাদেই তাদের এই মিছিল। এসএফআইও তাদের আন্দোলন জারি রাখতে চাইছে। তাদের দাবি উচ্চমাধ্য়মিক পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সেটা দেখা হচ্ছে।