ফের স্বঘোষিত গোরক্ষকদের তাণ্ডব। এবার তাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। সূত্রের খবর, হরিয়ানার পালওয়াল জেলায় দুই ব্যক্তিকে বেধড়ক মারধর করে খালে ফেলে দিল স্বঘোষিত গোরক্ষকদের একটি দল।
গত ২২ ফেব্রুয়ারি এই হামলার জেরে একজনের মৃত্যু হয়েছে বলে খবর।
মামলার ১১জন অভিযুক্তের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর ট্রাকটি রাজস্থান থেকে লখনউ যাওয়ার পথে চালক বালকিষাণ অন্ধকারে পথ হারিয়ে অনিচ্ছাকৃতভাবে পালওয়ালে ঢুকে পড়েন।
হামলাকারীরা মোটরসাইকেলে চড়ে গরু পাচারকারী সন্দেহে ট্রাক থামায় এবং চালক ও তার সহযোগী সন্দীপকে মারধর করে।
খাল থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ
এরপর দু’জনকে একটি খালে ফেলে দেয় দুষ্কৃতীরা। বালকিশান সাঁতরে নিরাপদে উঠতে পারলেও সেই খালে ডুবে যান সন্দীপ। নৃশংস হামলার তিন দিন পর রবিবার খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পালওয়ালের ডেপুটি পুলিশ সুপার (অপরাধ) মনোজ ভার্মা বলেন, ‘ট্রাক চালক বলকিশান সাঁতরে নিরাপদ স্থানে উঠে এলেও রবিবার খাল থেকে ওই ট্রাকের হেল্পার সন্দীপের দেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তে জানা গিয়েছে, মৃত্যুর আগে সন্দীপের শরীরে একাধিক গুরুতর জখম হয়েছিল।
এই ঘটনায় পালওয়াল, গুরুগ্রাম ও নুহ জেলার বাসিন্দা দেবরাজ, নিখিল, নরেশ, পবন ও পঙ্কককে গ্রেফতার করা হয়েছে।
ডিএসপি জানিয়েছেন, চালক গরু পরিবহন সংক্রান্ত কিছু নথি দেখিয়েছিলেন এবং সেগুলি যাচাই করা হচ্ছে।
এই ঘটনার সপ্তাহখানেক আগে মহারাষ্ট্রের জালনা জেলায় গবাদি পশু ব্যবসায়ী অভিযোগ করেছিলেন, চার গোরক্ষক তাঁর উপর হামলা চালিয়েছিল।
তিনি অভিযোগ করেছিলেন, বজরং দলের সঙ্গে যুক্ত চার ব্যক্তি তাঁকে আটকেছিল, তারা অভিযোগ তুলেছিলেন যে গরু কাটার জন্য় নিয়ে যাওয়া হচ্ছে।