ট্রাম্পের সঙ্গে বাগ্‌বিতণ্ডা: প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে জেলেনস্কিকে

Spread the love

বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ।

গেল শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে গণমাধ্যমের সামনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর জেরে ভেস্তে যায় কিয়েভ-ওয়াশিংটনের বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তির বিষয়টি। সে ঘটনার উত্তাপ এখনও কমেনি। 

খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে হলে ওভাল অফিসের ঘটনার জন্য জেলেনস্কিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে জানায় ফক্স নিউজ। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে ফক্স নিউজের প্রতিবেদক পিটার ডুসি দাবি করেন, মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে জানিয়েছেন, খনিজ চুক্তি ইস্যুতে কিছুই হবে না যতক্ষণ না জেলেনস্কি তার আচরণের জন্য ক্ষমা চান।

এর আগে, রোববার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে আবারও ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতেও প্রস্তুত বলে জানান তিনি। এরপরই মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানালো ফক্স নিউজ। 

তবে একইদিন ইউক্রেনের এক কর্মকর্তা ফক্স নিউজকে জানান, ট্রাম্প ও ভ্যান্সের কাছে মাথা নত করবেন না জেলেনস্কি।

এদিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধের পাশাপাশি হোয়াইট হাউস রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে মস্কোর ওপর নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন সূত্রের বরাতে এ তথ্য জানায় সংস্থাটি। 

সূত্রের তথ্যমতে, হোয়াইট হাউস পররাষ্ট্র এবং অর্থ বিভাগকে একটি তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে। যেগুলো শিথিল করা হতে পারে। আগামীতে মার্কিন কর্মকর্তারা রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বিষয়টি উত্থাপন করতে পারেন বলেও জানান ওই সূত্র। 

এরইমধ্যে রাশিয়ার বেশ কিছু ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব তৈরি করছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *