জাপানে ভয়াবহ দাবানল! পুড়ল ৫ হাজার একরের বেশি বনভূমি

Spread the love

গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে জাপান। দেশটির উত্তরাঞ্চলের ওফুনাতো শহরে ছড়িয়ে পড়া এ আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এখন পর্যন্ত পাঁচ হাজার একরের বেশি বনভূমি পুড়ে গেছে। আগুনে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

জাপানের উত্তরাঞ্চলের অফুনাতো শহরে গত সপ্তাহে ছড়িয়ে পড়ে দাবানল। ধীরে ধীরে তা ভয়াবহ আকার ধারণ করে। গত তিন দশকের মধ্যে দেশটির সবচেয়ে বড় এই দাবানলে এরইমধ্যে পুড়ে ছাই হয়েছে কয়েক হাজার একর এলাকা। আগামী দিনে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। 

আগুন নিয়ন্ত্রণে দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ১৪টি প্রশাসনিক অঞ্চল থেকে দুই হাজারের বেশি দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। ১৬টির বেশি হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে জল। 

বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক আবহাওয়া ও বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। বনভূমির পাশাপাশি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবনও। ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দাবানলের মূল কারণ জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন পরিবেশগত বিষয়। ২০২৪ সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছরের রেকর্ড গড়ে জাপান। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে দাবানলের মাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *