ইউনিয়ন রুমে মদের আসর TMCP নেতার

Spread the love

রাজ্যের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের মধ্যেই চরম আশঙ্কার ছবি প্রকাশ্যে এল কোচবিহার জেলার প্রত্যন্ত তুফানগঞ্জ কলেজ থেকে। সেখানে কলেজের ছাত্র সংসদ কক্ষে মদের আসর বসাতে দেখা গেল এক তৃণমূল নেতাকে। সোশ্যল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে এমনটাই দাবি করেছেন বিজেপি। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়। যদিও অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতার দাবি, ভিডিয়োটি AI দিয়ে বানানো। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তুফানগঞ্জে বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব চক্রবর্তীর পোস্ট করা একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, তুফানগঞ্জ কলেজের TMCP নেতা ধীমান দেউড়ি কলেজের ছাত্র সংসদ কক্ষে বসে মদ খাচ্ছেন। তাঁর সামনে গ্লাসে দেখা যাচ্ছে রঙীন তরল। বোতলেও রয়েছে তেমনই কিছু। 

এই ভিডিয়ো ভাইরাল হতেই এলাকায় শোরগোল পড়ে। অভিযুক্ত ধীমান দেউড়ির দাবি, কেউ AI ব্যবহার করে এই ভিডিয়ো বানিয়েছে। তাঁকে কালিমালিপ্ত করতে এই কাজ করে থাকতে পারে তারা। তবে ওই ভিডিয়োকে ভুয়ো বলতে নারাজ স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব। স্থানীয় TMCP নেতা বলেন, ভিডিয়োর সত্যতা যাচাই করা হবে। যদি ভিডিয়ো সত্যি হয় তাহলে উচ্চতর নেতৃত্বকে ব্যাপারটা জানানো হবে। এই সব জিনিস তৃণমূল ছাত্র পরিষদ সমর্থন করে না।

ওদিকে কলেজের অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায়ের দাবি তিনি ভিডিয়ো দেখেনইনি। ভিডিয়ো সত্যি হলে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি।

গত কয়েক বছর ধরে শিক্ষাক্ষেত্রে লাগাতার নৈরাজ্য ছড়ানোর অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। একদিকে অযোগ্যদের টাকার বিনিময়ে শিক্ষক হিসাবে নিয়োগ, অন্যদিকে ছাত্র সংসদ ভোট না করিয়ে কলেজ – বিশ্ববিদ্যালয়গুলিকে দখল করে রাখার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *