চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। অভিযোগ উঠল যে রাতে বাড়িতে ঢুকে ঘুমন্ত এক ব্যক্তিকে বেহুঁশ করিয়ে যৌনাঙ্গ কেটে নিয়ে পালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। দুষ্কৃতীদের এমন কাণ্ডে হতবাক খোদ পুলিশ। জানা গিয়েছে, রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের বামহেতা গ্রামে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন মাঝ বয়সি ওই ব্যক্তি। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সেইসময় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী বাড়িতে ঢুকে প্রথমে ওই ব্যক্তিকে জোর করে ধরে নেশা জাতীয় মাদক দিয়ে বেঁহুশ করিয়ে দেয়। এরপর তাঁর যৌনাঙ্গ কেটে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
আক্রান্ত ব্যক্তির ছেলে বলেন, ‘যৌনাঙ্গ কাটার পর দুষ্কৃতীরা আমার বাবার চোখে মুখে জল ছিটিয়ে দেয়। তাতে জ্ঞান ফিরে আসে বাবার। এরপর তিনি সাহায্যের জন্য চিৎকার চেঁচামেচি করেন। তখন আমরা ছুটে যায়। কিন্তু, তার আগেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়।’
ঘটনায় পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় ব্যক্তিকে নিয়ে গিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে তাঁকে মীরাটে স্থানান্তর করা হয়। আক্রান্তের ছেলে জানান, যে তাঁর বাবা দুষ্কৃতীদের ফোনে ‘পারো গুরু’ নামে একজনের সঙ্গে কথা বলতে শুনেছেন এবং তাঁদের বলতে শুনেছেন যে ‘কাজ শেষ।’
এই ঘটনায় আক্রান্ত ব্যক্তির পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। তার ভিত্তিতে পুলিশ তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯(১) (খুনের চেষ্টা), ১১৮(২) (বিপজ্জনক উপায়ে বা অস্ত্র দিয়ে স্বেচ্ছায় আঘাত করা), ৩৩৩ (ঘরে অনুপ্রবেশ) এবং ৬১(২) (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় ওয়েভ সিটি থানায় মামলা রুজু করেছে।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (গ্রামীণ অঞ্চল) সুরেন্দ্রনাথ তিওয়ারি বলেন, ‘এখনও পর্যন্ত আমাদের দল সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা করছে। যৌনাঙ্গ কেটে ফেলার ফলে ওই ব্যক্তির অবস্থা গুরুতর। তিনি চিকিৎসাধীন রয়েছেন।’ মামলার তদন্ত চলছে।