নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করবে তৃণমূল

Spread the love

গত বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় রাজ্যে ভুয়ো ভোটার চিহ্নিত করতে ৩৬ সদস্যের কমিটি গড়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই নির্দেশে ঠিক এক সপ্তাহ পর সেই কাজের অগ্রগতি দেখতে বৈঠকে বসল সেই কমিটি। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সুব্রতি বক্সির নেতৃত্বে বৈঠকে হাজির ছিলেন প্রায় সবাই। ছিলেন না শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ও ডেরেক ও ব্রায়েন। এদিনের বৈঠকের পর জাতীয় নির্বাচন কমিশনের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে চলেছে তৃণমূল নেতৃত্ব। সেই সাক্ষাতে কমিশনের হাতে তৃণমূল কী তথ্য তুলে দেয় সেদিকে এখন নজর সবার।

গত বৃহস্পতিবার দলনেত্রী নির্দেশ দিতেই জেলায় জেলায় ভুয়ো ভোটার চিহ্নিত করতে ময়দানে নেমে পড়েন তৃণমূলের সাংসদ – বিধায়ক – নেতারা। বিভিন্ন জায়গা থেকে একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ড, কারও নাম ২ জায়গায়, জীবিতদের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়ার অভিযোগ এসেছে। তৃণমূলের দাবি, বিজেপি চক্রান্ত করে ভিনরাজ্যের ভোটারদের নামে একই এপিক নম্বরে ভোটার কার্ড তৈরি করাচ্ছে।

এদিনের বৈঠকে বীরভূম জেলা থেকে হাজির ছিলেন কোর কমিটির সমস্ত সদস্য। যাতে স্পষ্ট, কেষ্টর একার ওপর আর আস্থা নেই মমতার। বৈঠক থেকে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করবে তৃণমূলের প্রতিনিধিদল। তার পর সাংবাদিক বৈঠক করে দলের বক্তব্য জানানো হবে।

ওদিকে বিজেপি নেতা শংকর ঘোষ বলেন, তৃণমূল নিজেই ভুয়ো ভোটার তৈরি করে ফেঁসে গিয়েছে মনে হয়। ভুয়ো ভোটার ফ্রাঙ্কেনস্টাইন হতে পারে বুঝে এখন নিজেরাই তাদের নাম কাটাতে ময়দানে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *