নেটপাড়ার জান হল রণবীর কাপুর(Ranbir Kapoor) ও আলিয়া ভাটের(Alia Bhat) একরত্তি মেয়ে আলিয়া। পাপারাৎজিদের ক্যামেরা এইটুকু বয়সেই দারুণ উপভোগ করে সে। আর তাঁর দুষ্টুমিষ্টি স্বভাব মুখে এনে দেয় হাসি। তবে এবার আলিয়া জানলেন রাহা-র ভাইয়ের নাম। আর তারপর থেকেই ভক্তদের মনে প্রশ্ন, ফের কি মা হতে চলেছেন নাকি আলিয়া ভাট?
আসলে একটি পডকাস্টে আলিয়া জানিয়েছেন যে, তিনি তাঁদের ছেলের জন্যও একটি নাম পছন্দ করেছেন। রাহার জন্মের আগেই দুটি নাম ঠিক করে রাখা হয়েছিল। যদি ছেলে হয়, তাহলে সেই নামই রাখা হবে।আলিয়া সেই পডকাস্টে বলেন, ‘আমরা আমাদের ফ্যামিলি গ্রুপে সন্তানের নামের জন্য পরামর্শ চেয়েছিলাম (রাহা-র জন্মের আগে)। ছেলে-মেয়ে উভয় নামেরই। একটা ছেলের নাম আমাদের খুব পছন্দ হয়েছিল। আমাদের মনে হয়েছিল, বাহ ছেলে হলে এই নামটাই রাখব। এরপরই রণবীরের মা বলেছিলেন, ‘রাহা নামটি কেমন? মেয়ে হলে রাখতে পারবে। এটি ছেলের নামের সঙ্গেও মিলে যাচ্ছে।’ আমি এবং রণবীর রাহা নামটিও তৎক্ষণাৎ পছন্দ করেছিলাম। তাই আমাদের কাছে ছেলে এবং মেয়ে দুজনের জন্য নাম প্রস্তুত ছিল।’
অর্থাৎ, আপাতত আলিয়া ও রণবীরের দ্বিতীয় সন্তান আসার কোনো সম্ভাবনাই নেই। তবে হ্যাঁ, ছেলের নাম একটি তাঁদের হাতেই আছে। রাহা-র ভাই হলে, তাই খুব সহজেই নামকরণ করতে পারবেন দম্পতি।
প্রায় পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০২২ সালের এপ্রিলে সাত পাক ঘোরেন রণবীর-আলিয়া। ওই বছরই নভেম্বরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। মেয়ে রাহা-র জন্মের পর তাঁর নাম ঘোষণা করে আলিয়া জানিয়েছিলেন, এই নামের আক্ষরিক অর্থ হলো ‘স্বর্গীয় পথ’। সঙ্গে সহিলি ভাষায় রাহা নামের অর্থ আনন্দ, সংস্কৃতে এর অর্থ বংশ। এখানেই শেষ নয়, বাংলায় রাহা নামেরও রয়েছে বিশেষ কিছু অর্থ। আর সেগুলি হল বিশ্রাম, আরাম, স্বস্তি। আরবি ভাষায় এর অর্থ শান্তি, আনন্দ, মুক্তি এবং সুখ।
রাহাকে বছর দেড় সমস্ত লাইমলাইট থেকে দূরে রাখেন রণবীর ও আলিয়া। এরপর ২০২৩ সালের ক্রিসমাসে কাপুর পরিবারের ঐতিহ্যবাহী মধ্য়াহ্নভোজে যোগ দেওয়ার আগে দুম করেই মেয়েকে ক্যামেরার সামনে আনেন তারকা দম্পতি। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় মাঝেসঝে চলত ছবি শেয়ার। তবে, সম্প্রতি নিজের প্রোফাইল থেকে রাহা-র সব ছবি মুছে দিয়েছেন আলিয়া ভাট। আপাতত রাহা-র ভাই হলে, রণবীর ও আলিয়া কী নাম রাখবেন তা জানতে উৎসুক নেটপাড়া। যদিও সেই নামটি মোটেও ফাঁস করেননি মহেশ-কন্যা। আপাতত রালিয়া জুটির কাছ থেকে তাঁদের ‘দ্বিতীয় সন্তান আসার সুখবর’-এর অপেক্ষাতেই সকলে।