Mithu Chakraborty। ছোট ছোট চুল! কমেছে ওজন, শুকনো মুখ

Spread the love

গত বছর খবর মিলেছিল অভিনেত্রী মিঠু চক্রবর্তী(Mithu Chakraborty) ক্যানসারে আক্রান্ত। বলা বাহুল্য, সে খবরে মন ভারাক্রান্ত হয়েছিল অভিনেত্রী অনুরাগী, বন্ধু, সহকর্মীদের। যদিও মারণ রোগের সঙ্গে লড়াই করে বর্ষীয়ান অভিনেত্রী সেরে উঠছেন ধীরে ধীরে। এবার ছেলে গৌরবের জন্মদিনে দেখা মিলল তাঁর।

স্বামী গৌরব চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন ঋদ্ধিমা ঘোষ সোশ্যাল মিডিয়াতে। সেখানেই দেখা মিলল মিঠুর। দেখা যাচ্ছে সামনে সেন্টার টেবিলের উপর রাখা একটি কেক। সোফায় ছেলে ধীরকে কোলে নিয়ে বসে আছএন গৌরব। একপাশে স্ত্রী, আরেকপাশে মা। পিছনে বাবা সব্যসাচী ও শ্বশুর।

মিঠুকে দেখা গেল নীল রঙের সালোয়ারে। চুল ছোট করে কাটা। ওজন অনেকটাই কমে গিয়েছে। চোখমুখও শুকনো। তবে মুখে চওড়া হাসি বুঝিয়ে দিচ্ছে, পরিবারের সঙ্গ উপভোগ করছেন তিনি। ধীরে ধীরে ফিরছেন স্বাভাবিক ছন্দেও।

ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানালেও, নিজের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনও তথ্য দিতে নারাজ মিঠু চক্রবর্তী। যদিও ছেলে-বউমাদের সোশ্যাল মিডিয়ায় তাঁকে দেখতে পান অনুরাগীরা। এর আগে মিঠু চক্রবর্তীর যে ছবিগুলি দেখা গিয়েছিল, সেখানে তাঁকে দেখা গিয়েছিল মাথা ঢেকে। বোঝা গিয়েছিল, কেমোথেরাপির জন্য চুল ছোট ছোট করে ফেলেছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *