শামির ‘রোজা বিতর্কে’ মুখ খুললেন রোহিতকে ‘মোটা’ বলা শামা

Spread the love

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার দিনে রোজা রাখেননি ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি। মাঠে তাঁর জুস খাওয়ার ছবি ভাইরাল হতেই এই নিয়ে চর্চা শুরু হয়েছিল। বেশ কয়েকজন মৌলবাদী নেতা শামিকে এই নিয়ে তোপ দেগেছেন। এই আবহে এবার শামি নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেত্রী শামা মহম্মদ। ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ‘মোটা’ বলে এর আগে বিতর্কে জড়িয়েছিলেন শামা। সেই সময় দলও তাঁর পাশে ছিল না। পরে দলের নির্দেশে বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টটি মুছেছিলেন তিনি। এহেন শামা এবার শামির পাশে দাঁড়ালেন।

কংগ্রেস নেত্রী শামি ইস্যুতে বার্তাসংস্থা এএনআইকে বলেন, ‘ইসলামে রমজান মাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা যখন ভ্রমণ করি, তখন আমাদের রোজা করার দরকার নেই। মহম্মদ শামি ভ্রমণ করছেন এবং তিনি নিজের বাড়িতে নেই। তিনি এমন একটি খেলা খেলছেন যেখানে তিনি খুব তৃষ্ণার্ত হতে পারেন। এটা নিয়ে কেউ জোর করতে পারে না যে আপনি যখন এমন একটি খেলা খেলছেন, তখনও আপনাকে রোজা রাখতে হবে… এটি আপনার কাজ যা খুবই গুরুত্বপূর্ণ। এটি (ইসলাম) একটি অত্যন্ত বৈজ্ঞানিক ধর্ম।’

গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের মধ্যে শামি মাঠে এনার্জি ড্রিঙ্ক খাওয়ায় সোশ্যাল মিডিয়ায় একটি মহলের তরফে চর্চা শুরু হয়েছিল। সেই বিতর্কে ঘি ঢালেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বরেইলভি। তিনি দাবি করেন, মুসলিমদের রোজা রাখা বাধ্যতামূলক। রোজা না রাখায় ইসলাম ধর্মের চোখে অপরাধী হয়ে গিয়েছেন শামি। আল্লাহের কাছে তাঁকে জবাবদিহি করতে হবে।

সেই মন্তব্যের তুমুল সমালোচনা করে বিজেপি নেতা মহসিন রাজা বলেন, ‘এটা শামি এবং আল্লাহের মধ্যেকার বিষয়। তা নিয়ে মৌলবীর নাক গলানোর কোনও দরকার নেই। কারণ শামি দেশের হয়ে কর্তব্য পালন করতে গিয়েছেন। আর সেটার অনুমতি দিয়েছে আমাদের ধর্মও। কারণ আমাদের ধর্মে জোরজবরদস্তির কোনও বিষয় নেই। মৌলবীকে বলতে চাই, আপনি নিজে ক্ষমা চান।

এরকম মন্তব্য করে আপনিই অপরাধ করেছেন। কারণ এ বিষয়ে কথা বলার কোনও অধিকার নেই আপনার। আপনি ধর্মের বিষয়ে জানেন না। দেশের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত। কারণ শামি আমাদের রাষ্ট্রধর্ম পালনের জন্য গিয়েছেন।’ এদিকে এই বিতর্কে শামির পাশে দাঁড়ান অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্সিকিউটিভ সদস্য মৌলানা খালিদ ফারাঙ্গি মাহালি, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি সাজিদ রশিদির মতো ধর্মগুরুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *