India’s Likely XI। হার্দিক না থাকলে ফাইনালের দলে একাধিক বদল করতে হবে ভারতকে

Spread the love

অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ব্যাট করার সময় পায়ে হালকা চোট পান হার্দিক পান্ডিয়া(Hardik Pandya)। তাঁকে রীতিমতো খোঁড়াতে দেখা যায়। যদিও ম্যাচের শেষে পান্ডিয়ার হাঁটা-চলায় কোনও অস্বস্তি চোখে পড়েনি। বিসিসিআইয়ের তরফে হার্দিকের চোট নিয়ে কোনও আপডেটও দেওয়া হয়নি। তাই ফাইনালে পান্ডিয়াকে দলে পেতে ভারতের বিশেষ অসুবিধা হবে বলে মনে হয় না।

তবে পরিস্থিতি যদি নিতান্ত খারাপ হয়ে দাঁড়ায়, তবে রোহিতদের ভাগ্যে কষ্ট রয়েছে সন্দেহ নেই। কেননা হার্দিক যদি কোনও কারণে খেলতে না পারেন, ভারতের পরীক্ষিত কম্বিনেশনে একাধিক বদল করতে হবে। আসলে পান্ডিয়ার বিকল্প খেলোয়াড় এই মুহূর্তে ভারতের রিজার্ভ বেঞ্চে নেই।

সুতরাং, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল থেকে একা হার্দিক ছিটকে গেলে ভারতকে একাধিক খেলোয়াড় বদল করতে হবে। কেননা পান্ডিয়া এই মুহূর্তে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমান অবদান রাখছেন। ভারত একমাত্র বিশেষজ্ঞ পেসার হিসেবে শামিকে খেলাতে পারছে হার্দিকের জন্যই। শামির সঙ্গে নতুন বলে দায়িত্ব ভাগ করে নিচ্ছেন হার্দিক এবং সেই কাজ তিনি সাফল্যের সঙ্গে করছেন। হার্দিক দ্বিতীয় পেসারের ভূমিকা পালন করছেন বলেই ভারত চার স্পিনারে দল সাজাতে পারছে।

প্রথমত, হার্দিক না খেলতে পারলে ভারতের একজন বিশেষজ্ঞ পেসারের প্রয়োজন হবে। দ্বিতীয়ত, ব্যাটিং অর্ডারেও পান্ডিয়ার পরিপূরক খুঁজে নিতে হবে টিম ইন্ডিয়াকে। পেসার হিসেবে আর্শদীপ সিং অথবা হর্ষিত রানাকে খেলাতে হবে। এক্ষেত্রে রানাই প্রধান্য পাবেন। কেননা তিনি টুর্নামেন্টের শুরুতে মন্দ বল করেননি। তাঁর ব্যাটের হাতও আর্শদীপের তুলনায় ভালো।

ব্যাটিং বিভাগে ভারতের রিজার্ভ ক্রিকেটার রয়েছেন একজনই এবং তাঁকে খেলানোর সম্ভাবনা নিতান্ত কম। হার্দিক না খেললেও ভারত ঋষভ পন্তকে কোনওভাবেই মাঠে নামাতে পারবে না। কেননা সেক্ষেত্রে একজন বোলারকে বসাতে হবে। সুতরাং, পান্ডিয়া যদি ফাইনালের প্রথম একাদশ থেকে ছিটকে যান, সেক্ষেত্রে স্পিনার অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে টুর্নামেন্টে প্রথমবার মাঠে নামানোর সুযোগ থাকছে রোহিতদের সামনে। সেক্ষেত্রে একজন বিশেষ স্পিনারকে বসাতে বাধ্য টিম ইন্ডিয়া।

এই মুহূর্তে যদি কোনও স্পিনারকে বসাতে হয়, তাহলে কোপ পড়বে কুলদীপ যাদবের ঘাড়ে। কেননা বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ লিগ ম্যাচে ৫টি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ২টি উইকেট নিয়েছেন। সেমিফাইনালে ট্র্যাভিস হেডের উইকেটটিও নিয়েছেন বরুণ। এমন পারফর্ম্যান্সের পরে তাঁকে ছাড়া ভারত ফাইনালে মাঠে নামবে, এমনটা ভাবা বোকামি।

সুতরাং, হার্দিক ছিটকে গেলে ভারতকে বসাতে হবে কুলদীপকেও। এই দু’জনের বদলে দলে ঢুকতে পারেন ওয়াশিংটন সুন্দর ও হর্ষিত রানা। হার্দিক ফিট থাকলে ভারত ফাইনালে তাদের শেষ দু’ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে।

হার্দিক না খেলতে পারলে ভারতের ফাইনালের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি ও হর্ষিত রানা।

হার্দিক ফিট থাকলে ভারতের ফাইনালের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি(Virat Kohli), শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ও মহম্মদ শামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *