স্বামী মুশফিকুর রহিমের জন্য আবেগঘন পোস্ট করে চরম কটাক্ষের মুখে পড়লেন জান্নাতুল কিফায়াত মন্ডি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাংলাদেশের তারকা ক্রিকেটার অবসর নেওয়ার পরে জান্নাতুল দাবি করেন, একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নাকি একসঙ্গে ২০টি পেনকিলার পেয়ে মাঠে নেমেছিলেন মুশফিকুর। আর তা নিয়ে চূড়ান্ত হাসাহাসি শুরু করেছেন নেটিজেনরা। বাংলাদেশের ডাক্তার এবং মেডিক্যাল পড়ুয়ারা তো ভিমরি খেয়ে গিয়েছেন। তাঁদের বক্তব্য, মুশফিকুরের স্ত্রী যা বলেছেন, তাতে নতুন করে চিকিৎসা বিজ্ঞান লিখতে হবে। কারণ কোনও মানুষ যদি একসঙ্গে ২০টি পেনকিলার খান বা ইঞ্জেকশন নেন, তাহলে আর দেখতে হচ্ছে না। এমনকী তো কেউ-কেউ বলতে শুরু করে দেন, জান্নাতুলের পোস্ট দেখে তাঁরা ডাক্তারি পড়ে যে জ্ঞান অর্জন করেছিলেন, সেটা ভুলে যেতে বসেছেন।
‘চিকিৎসা বিজ্ঞানকে নতুন করে লিখলেন’, এল কটাক্ষ
এক বাংলাদেশি নেটিজেন বলেন, ‘মুশফিকুর রহিমের স্ত্রী তাঁকে জানানো বিদায়ী সম্ভাষণের স্ট্যাটাসে দাবি করলেন, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টি পেনকিলার নিয়েছিলেন মুশফিক। এই দাবি দেখে বেশ কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে আছি। ডাক্তারি বিদ্যায় (মেডিক্যাল) ছয় বছরের অর্জিত জ্ঞান তো বৃথা বলে মনে হচ্ছে।’ অপর একজন বলেন, ‘চিকিৎসা বিজ্ঞানকে নতুন করে লিখলেন মুশফিকুর রহিমের স্ত্রী। আপনার প্রতি সশ্রদ্ধ সেলাম।’
‘বেশি আবেগে চিকিৎসা বিজ্ঞানকে শেষ করলেন’, এল কটাক্ষ
অপর এক নেটিজেন আবার কটাক্ষ করে বলেন, ‘এই পোস্টটা করার আগে উনি কি ভুলে গিয়েছিলেন যে এই বাংলাদেশে মেডিক্যাল পড়ুয়া এবং চিকিৎসকরা বেঁচে আছেন?’ একইসুরে চরম কটাক্ষ করে এক নেটিজেন বলেন, ‘বেশি আবেগে চিকিৎসা বিজ্ঞানকে শেষ করে দিলেন।’ একজন আবার শ্লেষ করে বলেছেন, হয়তো দুই লিখতে গিয়ে একটা শূন্য বেশি হয়ে গিয়েছে। তার জন্য এত ঝামেলার কী দরকার আছে?
আর যে পোস্ট নিয়ে এত ‘ঝামেলা’, তা অবশ্য এখন আর জান্নাতুলের ফেসবুক প্রোফাইলে দেখা যাচ্ছে না। বাংলাদেশি নেটিজেনদের বক্তব্য, এত কটাক্ষের বহর দেখে ওই পোস্ট হয়তো মুছে দিয়েছেন মুশফিকুরের স্ত্রী অথবা ‘সেটিংস’ পালটে দিয়েছেন, যাতে পুরো বিশ্বের মানুষ সেই পোস্ট দেখতে না পারেন। বিষয়টি নিয়ে মুশফিকুর বা জান্নাতুল সরকারিভাবে কিছু না জানালেও ওই পোস্টের স্ক্রিনশট অবশ্য রয়ে গিয়েছে।
প্রার্থনার আসনে কাঁদতে হয়েছিল মুশফিকুরকে? তেমনই ইঙ্গিত স্ত্রী’র
যে পোস্টে জান্নাতুল দাবি করেছিলেন, ভাঙা পাঁজর নিয়ে খেলেছিলেন মুশফিকুর। একসঙ্গে ২০টি পেনকিলার খেয়ে মাঠে নেমেছিলেন। কখনও নিজের জন্য খেলেননি। সবসময় দেশপ্রেমের জায়গা থেকে এবং দলের জন্য মুশফিকুর মাঠে নেমেছেন বলে দাবি করেন জান্নাতুল। সেইসঙ্গে তিনি পরামর্শ দিয়ে বলেছিলেন, ‘দয়া করে এমন সমালোচনা করবেন না যে কাউকে আপনার জন্য প্রার্থনার আসনে কাঁদতে হয়।’