তৃণমূল নেতাই সরিয়েছেন ৯ কোটি টাকা!

Spread the love

কো অপারেটিভ ব্যাঙ্ক প্রতারণায় গ্রেফতার তৃণমূল নেতা। প্রায় ৯ কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবনাথ চৌধুরী। শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে পুলিশ। রাজনৈতিক চক্রান্ত করে তাঁকে গ্রেফতার করানো হয়েছে বলে দাবি শিবনাথবাবুর।

জানা গিয়েছে কৃষ্ণনগর সেন্ট্রাল কো – অপারেটিভ ব্যাঙ্কের সহ সভাপতি ছিলেন শিবনাথবাবু। তখন বেশ কয়েকজন গ্রহক আমানত করা টাকা ফেরত পাননি বলে অভিযোগ ওঠে। সব মিলিয়ে তছরূপের পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ কোটি টাকা। এই ঘটনায় শিবনাথবাবুসহ ব্যাঙ্কের বেশ কয়েকজন আধিকারিকেপ বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন গ্রাহকরা। সেই ঘটনার তদন্তে নেমে শুক্রবার শিবদাসবাবুকে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগকারী নন্দিতা ঘোষের দাবি, শুধু কৃষ্ণনগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক নয়, কালীনগর সোসাইটির ১৪ কোটি টাকা তছরূপ করেছেন এই তৃণমূল নেতা। জেলার রাজনীতিতে তাঁর এতটাই প্রভাব যে তাঁর বিরুদ্ধে ভয় পেতেন পুলিশ আধিকারিকরা।

ওদিকে শিবনাথবাবুর দাবি, তাঁকে রাজনৈতিক চক্রান্ত করে গ্রেফতার করানো হয়েছে। তিনি বলেন, আমার সময় কয়েকজন টাকা ফেরত পায়নি বলে অভিযোগ করেছিল। পরে তাদের সবার টাকা ফেরত দেওয়া হয়েছে। তাহলে প্রতারণার অভিযোগ ওঠে কোথা থেকে? কৃষ্ণনগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে নির্বাচন হওয়ার পর থেকেই আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে। এটা একটা রাজনৈতিক চক্রান্ত।

অবসরপ্রাপ্ত শিক্ষক শিবনাথসবাবুর গ্রেফতারিতে কৃষ্ণনগর শহরে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূলের পাল্লায় পড়ে তাঁর জেলযাত্রা হয়েছে বলে আক্ষেপ করছেন তাঁর বহু অনুরাগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *