অরিজিৎ ও মার্টিন গ্যারিক্সের যুগলবন্দি জিয়াগঞ্জের বাড়িতে

Spread the love

অরিজিৎ সিং এবং বিশ্ববিখ্যাত ডিজে মার্টিন গ্যারিক্সের যুগলবন্দি জিয়াগঞ্জের বাড়িত। আর সেই ফুটেজ সামনে আসতেই চক্ষুস্থির নেটিজেনদের। মার্টিন গ্যারিক্স এই সুখবর নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। আর আপাতত এই পোস্ট তুমুল ভাইরাল সোশ্যালে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘এঞ্জেলস ফর ইচ আদার @arijitsingh-এর সঙ্গে। শীঘ্রই আপনাদের জন্য আসছে।’

শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে অরিজিৎ সিং-এর নিজের বাড়ি অর্থাৎ মুর্শিদাবাদের জিয়াগঞ্জে হাজির হয়েছেন ডিজে মার্টিন গ্যারিক্স। সেখানেই চলে দুই গয়াকের জ্যামিং সেশন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, অরিজিৎকে জড়িয়ে ধরছেন গ্যারিক্স। আর উৎসাহের সঙ্গে বলছে, ‘লেটস স্টার্ট…’ অর্থাৎ চলো শুরু করি।

অরিজিতের বাড়ির স্টুডিওতেই দুজনকে একসঙ্গে গান রের্কডিং করতে দেখা গেল দুজনকে। হিন্দি ও ইংরেজি দুটি ভাষাই ব্যবহার করা হয়েছে। গানের কথা খানিক এরকম…

‘সঙ্গ মে রহু, কিতনা ভি হো অন্ধেরা, অর জিকর হো তেরা, মেরি হর দুয়া মে… লাইফ উইল বি বিউটিফুল, নো (know) দ্যাট ইউ আর নট অ্য়ালোন, উই রাইজ অ্যান্ড উই ফল, আই সি হু ইউ আর…’

মার্টিন গ্যারিক্স ২০২৪ সালের জুন মাসে অরিজিৎ সিংয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে তিনি ‘দুর্দান্ত সপ্তাহ’-এর জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন। আর এই ফোটো থেকেই তাঁদের কোলাবরেশনের ইঙ্গিত মিলেছিল। আর এবার সেই অনুমান বাস্তবে পরিণত হল।

পোস্টটি ইতিমধ্যেই ৯ লক্ষ লাইক এবং ১০ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে, এবং মন্তব্য বিভাগটি উত্তেজনায় ভরে গেছে। ডিজে এবং সঙ্গীত রচয়িতা জুলিয়ান জর্ডান এটিকে ‘লেজেন্ডারি কোলাব’ বলে অভিহিত করেছেন। গানটি EDM এবং বলিউড রোমান্সের এক অসাধারণ এবং অনন্য মিশ্রণ হতে চলেছে বলেই ধারণা সংগীতপ্রেমীদের। খুশিতে নাচথে অরিজিতের ভক্তরাও। 

মার্টিন গ্যারিক্স প্রসঙ্গে:

মার্টিন গ্যারিক্স ভারতে বহুবার পারফর্ম করেছেন। ২০২৩ বেঙ্গালুরুর সফর দিয়ে যা শুরু হয়।২০১২ সালে সঙ্গীত জগতে আত্মপ্রকাশের পর গ্যারিক্স ‘অ্যানিমালস’, ‘ইন দ্য নেম অফ লাভ’, ‘সামার ডেজ’ এবং ‘স্কেয়ার্ড টু বি লোনলি’র মতো হিট গান দিয়েছেন উপহার। এর আগে একবার ভারতে পারফর্ম করা প্রসঙ্গে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘ভারত আমার পারফর্ম করার জন্য প্রিয় দেশগুলোর একটি। তাই আমি আবার ফিরে এসে আমার সব ভক্তদের সঙ্গে উদযাপন করতে পেরে খুব উত্তেজিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *