Attack on Bangladeshi Advisor’s Organisation। ভারতে ইলিশ পাঠাতে না চাওয়া বাংলাদেশি উপদেষ্টার প্রতিষ্ঠানে হামলা

Spread the love

শেখ হাসিনা(Sheikh Hasina) পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠান হওয়ার পরপরই ইলিশ নিয়ে দেখা দিয়েছিল একটা বড় সংশয়। মহম্মদ ইউনুসের সরকারে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা হওয়া ফরিদা আখতার সেই সময় দাবি করেছিলেন, ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ। পরে যদিও সেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছিল ঢাকা। এহেন ফরিদা আখতার এবং কবি ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রোল বোমা ছুড়ে হামলা চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার। এদিকে রিপোর্ট অনুযায়ী, ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ফের একবার প্রশ্ন উঠেছে ইউনুস সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার বিষয়টি নিয়ে। 

ঢাকার মহম্মদপুর এলাকায় অবস্থিত ‘প্রবর্তনা’ অফিসে হামলা প্রসঙ্গে স্থানীয় থানার আধিকারিক জানান, ৭ মার্চ স্থানীয় সময় রাত ৯টার দিকে মহম্মদপুরের স্যার সৈয়দ রোডে এই ঘটনা ঘটেছিল। এদিকে হামলাকারীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনাস্থল থেকে পেট্রোল বোমা হিসেবে ব্যবহৃত বোতলের টুকরো উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও যান।

এমনিতেই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজেহাল অবস্থা। ইউনুসের সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে ‘অসন্তোষ’ প্রকাশ করেছেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ-জামান। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই বলে মেনে নিয়ে নির্বাচন পিছোনোর দাবি করছেন সদ্য সরকার থেকে পদত্যাগ করে দল গঠন করা নাহিদ ইসলাম। এদিকে বাংলাদেশের আইনশৃঙ্খা পরিস্থিতি নিয়ে ভারতও উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ইস্যুটি নিয়ে বাংলাদেশকে ৭ মার্চও বার্তা দিয়েছে দিল্লি। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের একটি খতিয়ান দেওয়া হয় দিল্লির তরফ থেকে। পরিসংখ্যানে বলা হয়েছে, গত ৫ আগস্ট থেকে এই বছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ২ হাজার ৩৭৪টি ঘটনা ঘটেছে। তার মধ্যে সে দেশের পুলিশ ১ হাজার ২৫৪টি ঘটনা খতিয়ে দেখেছে। দিল্লির সাফ কথা, এসব ঘটনার ৯৮ শতাংশ ‘রাজনৈতিক’। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রসঙ্গে সাফ বলেন, ভারত চায় এই সবকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে যাতে অপরাধীরা সাজা পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *