Maxwell match fixing allegation। টাকার লোভে ভারত ম্যাচে ইচ্ছা করে বাজে খেলেন ম্যাক্সওয়েল

Spread the love

ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে ইচ্ছাকৃতভাবে বাজে খেলেন গ্লেন ম্যাক্সওয়েল? ঘুরিয়ে-পেঁচিয়ে তেমনই অভিযোগ তোলা হল পাকিস্তানে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যেই একটি পাকিস্তানি সংবাদমাধ্যমে সেই দেশের সাংবাদিক নাসিম রাজপুত অভিযোগ করেন, মঙ্গলবার সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাক্সওয়েল যখন খেলছিলেন, তখন তাঁকে দেখে মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন না। খেলছেন আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবির) হয়ে (এবার আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলবেন অজি তারকা)। বিরাট কোহলির হয়ে খেলছেন। কারণ সেমিফাইনালে একটা ছক্কা মারার পরেই আউট হয়ে যান। তারপর বিরাটের ‘লোপ্পা’ ক্যাচ ফেলে দেন বলে দাবি করেন পাকিস্তানি সাংবাদিক। অর্থাৎ ঘুরিয়ে-পেঁচিয়ে ম্যাক্সওয়েলের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলেন।

যেন বিরাটের হয়ে খেলছিল ম্যাক্সওয়েল, দাবি পাক সাংবাদিকের

আর তিনি সেইসব মন্তব্য করেন পাকিস্তানি সংবাদমাধ্যম আজ টিভিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারের পরে নাসিম বলেন, ‘আজ একটা নয়া বিষয়ও দেখা গেল। আমরা খুব বলি না যে ম্যাক্সওয়েল, ভেরি ওয়েল। আজ আমার ম্যাক্সওয়েলকে দেখে মনে হল যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছে, কোহলির টিমের হয়ে খেলছে। কেন জানি না যে আমার সেটা মনে হচ্ছে। ও যেভাবে আউট হল, সেটা দেখে মনে হচ্ছে। ও বলটা এমন ছিল না যে ওর থেকে ব্যাট ছিটকে যাবে। একটা বল আগেই ছক্কা মেরেছিল। ও বলেও ছক্কা মারতে পারত।’

শুধু সেখানেই থামেননি পাকিস্তানি সাংবাদিক। তিনি বলেন, ‘(অ্যালেক্স) ক্যারি, (স্টিভ) স্মিথরা ভিত্তি তৈরি করে ম্যাক্সওয়েলের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল। ও ৩০০ রানেই প্লেয়ার। যে জায়গায় ওরা (অস্ট্রেলিয়াকে) নিয়ে এসেছিল, সেখান থেকে (অনায়াসে) ৩০০ রান তোলা যেত। তারপর হাতে আসা কোহলির একেবারে সহজ ক্যাচ ছেড়ে দিল। বারবার ম্যাক্সওয়েলকে দেখাচ্ছিল।’

‘আইপিএলের যে লোভনীয় চুক্তি থাকে..’, দাবি পাক সাংবাদিক

কিন্তু ম্যাক্সওয়েল সেই কাজটা করবেন কেন? নাসিম ব্যাখ্যা করে বলেন, ‘আইপিএলের যে লোভনীয় চুক্তি থাকে, (সেটা কারণ।) এটা এমন একটা জিনিস, যে কারণে পুরো আন্তর্জাতিক ক্রিকেট স্তব্ধ হয়ে যায়। যে আড়াই মাস ইন্ডিয়ান প্রিমিয়র লিগ হয়, তখন ওখানে পুরো বিশ্বের তারকা খেলোয়াড়রা যান। লোভনীয় চুক্তি পাওয়া যায়। টাকা মেলে।’

সেইসঙ্গে পাকিস্তানি সাংবাদিক বলেন, ‘এত বড় খেলোয়াড়ের এত বড় ম্যাচে খারাপ দিন……ভারতের বিরুদ্ধে ম্যাক্সওয়েলকে ভালো খেলতেই দেখিনি এখনও। দুনিয়ার অন্যতম মারকুটে ব্যাটার ম্যাক্সওয়েল ভারতের বিরুদ্ধে কবে খেলেছে, সেটা যদি আমায় কেউ দেখাতে পারেন, (তাহলে বুঝব)।’

জোকার লোক সব, চরম কটাক্ষের মুখে পাক সাংবাদিক

আর সেই মন্তব্যের জন্য চরম কটাক্ষের মুখে পড়েছেন পাকিস্তানি সাংবাদিক। নেটিজেনরা খোঁচা দিয়ে বলেছেন, পাকিস্তানি সাংবাদিকের উদ্ভট যুক্তি না হয় মেনে নেওয়া গেল যে ম্যাক্সওয়েল ইচ্ছা করে বাজে খেলেছেন। কিন্তু পাকিস্তানের ব্যাটাররাও তো ভারতের বিরুদ্ধে আউট হয়েছেন। এমন বলেও আউট হয়ে গিয়েছেন, যেগুলি নির্বিষ ছিল। তাহলে কি নাসিমের দেশের ক্রিকেটাররাও ম্যাচ ফিক্সিং করেন? আর ইচ্ছাকৃতভাবে আউট হয়ে যান?

সেইসঙ্গে তাঁদের বক্তব্য, ম্যাক্সওয়েল যে ক্যাচটা ফেলেছেন, সেটা সহজ ছিল না মোটেও। বেশ কঠিন ক্যাচ ছিল। ম্যাক্সওয়েল দুর্দান্ত ফিল্ডার বলে ধরে নেওয়া হয় যে তিনি যে কোনও ক্যাচ ধরে নিতে পারবেন। আর বিরাটের ক্যাচটাও হয়ত ধরে নিতেন। কিন্তু বোলার তাঁর ক্যাচ ধরার রাস্তায় চলে আসায় সম্ভবত ম্যাক্সওয়েল বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। আর কেউ ‘লোপ্পা’ ক্যাচ ফেলে দিয়েছেন মানেই তিনি ম্যাচ ফিক্সিং করেছেন, সেটা বলা যায় না। নাসিমের সেই যুক্তিতে যুগ-যুগ করে ফিক্সিং করছেন পাকিস্তানের তারকারা। কারণ তাঁরা তো ‘লোপ্পা’-রও ‘লোপ্পা’ ক্যাচ ফেলে দেন।

আর সেই রেশ ধরেই এক নেটিজেন বলেন, ‘কী সব বেকার লোক! যে দেশের ক্রিকেটাররা ম্যাচ ফিক্সিং করেছেন, সেই দেশের লোক আবার অন্য দেশের ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ তুলছেন। ওঁর দেশের ক্রিকেটাররাই তো সবথেকে বড় ফিক্সার।’ অপর এক নেটিজেন বলেন, ‘সেমিফাইনালে ভারত জিতে যাওয়ায় ওদের জ্বলছে পুরো। ভারতের জয়ের পরে এই জোকারদের কথা শোনার ব্যাপারটা দারুণ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *