কার মতো দেখতে হল একরত্তিকে?

Spread the love

সোমবার সকালে মা-বাবা হওয়ার সুখবর সমাজমাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার। তাঁদের কোল আলো করে মেয়ে এসেছে, সেই কথা তাঁরা একটা ফোটো কার্ড শেয়ার করে ভক্তদের জানান। আর এবার প্রকাশ্যর আনলেন একরত্তির ছবি। 

শনিবার নারীদিবসের রাতে ইনস্টাগ্রামে প্রথম মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অনিন্দিতা। ছবিতে সুদীপের কোলে তাঁদের সন্তানকে দেখা যায়। যদিও মেয়ের মুখ দেখা যায়নি। তাই একরত্তিকে কার মতো দেখতে হল তা বোঝার আপাতত উপায় নেই। ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘পারস্পরিক সম্মান, ভালোবাসা, একে অপরের পরিপূরক হয়ে যাওয়া, নারীদিবস, মানুষের মতো মানুষ হয়ে বাঁচা।’  

তাঁর এই মিষ্টি পোস্ট দেখে অনুরাগীরা ভালোবাসায় ভরে দিয়েছেন। একজন কমেন্টে লেখেন, ‘ছোট্ট রাণী ঠিক তোমাদের মতোই মিষ্টি আর খুব ভালো মানুষ হবে। ঠিক রাণীর মতোই প্রত্যয়ী আর জয়ী হবে জীবনে।’ আর একজন লেখেন, ‘পরিবারের নতুন সদস্যকে অনেক ভালবাসা।’ আর এক ভক্ত লেখেন, ‘তোমাদের মেয়ে যেন তোমাদের মতই ভালো মানুষ হয়।’  

২০২২ সালে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারি বিয়ে করেন অনিন্দিতা রায়চৌধুরি আর সুদীপ সরকার। তিন বছর পর টলিউড দম্পতির কোলে তাঁদের প্রথম সন্তান আসে। যদিও দম্পতি বেশ কয়েকটি পোষ্যর মা-বাবা।  

এর আগে ১ জানুিয়ারির দিন সন্তান আসার সুখবর ভাগ করে নিতে একটি ফোটো কার্ড শেয়ার করেছিলেন তাঁরা। যেখানে দেখা গিয়েছিল ছোট্ট একটা বেবি কট। আর সেখান থেকে উঠছে ছোট্ট একটা হাত। তাতে লেখা ছিল ‘দেখা হচ্ছে বন্ধুরা’। আর সঙ্গে লেখা মার্চ, ২০২৫। 

গর্ভাবস্থার ৮ মাস টানা কাজ করেছেন অনিন্দিতা। তাঁকে দেখা গিয়েছিল তেঁতুলপাতা ধারাবাহিকে। প্রসবের সপ্তাহখানেক আগে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এসে কাজ থেকে বিরতি নেন অভিনেত্রী।  

শেষ দিনের শ্যুট হওয়ার আগে, তেঁতুলপাতা টিমের পক্ষ থেকে তাঁকে সাধও খাওয়ানো হয়েছিল। পাতে নানা ধরনের খাবার, মিষ্টি সব মিলিয়ে এলাহি আয়োজন ছিল। সেই ছবিও হবু মা ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *