নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘ICC ইভেন্টে’ ভারতের শেষ চার ম্যাচের ফলাফল

Spread the love

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্যাটের আইসিসি ইভেন্টের শেষ তিনটি ম্যাচে জয় তুলে নিয়েছে ভারত। যদিও ঠিক তার আগে কিউয়িরা এমন এক আঘাত হানে ভারতীয় শিবিরে, যে ক্ষত এখনও তাজা। রবিবার দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে পারলে ভারতীয় দলের ক্ষতে মলমের প্রলেপ পড়বে বলা যায়।

আসলে ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের স্মৃতি এখনও মন থেকে মুছে যায়নি ভারতীয় সমর্থকদের। ফেভারিট হিসেবে লড়াই শুরু করার পরেও ভারতকে সেই ম্যাচে হারতে হয়। তার পরে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ২টি ম্যাচে এবং চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে টিম ইন্ডিয়া এবং দলগত হ্যাটট্রিক পূর্ণ করে বলা যায়। আপাতত দেখে নেওয়া যাক ওয়ান ডে ফর্ম্যাটের আইসিসি ইভেন্টে শেষ চারটি ভারত-নিউজিল্যান্ড ম্যাচের ফলাফল।

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল

২০১৯ সালের ৯ ও ১০ জুলাই ম্যাঞ্চেস্টারে দু’দিন ধরে খেলা হয় ভারত-নিউজিল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। প্রথম দিনের খেলার মাঝে বৃষ্টি নামায় লড়াই গড়ায় রিজার্ভ ডে-তে। টস জিতে নিউজিল্যান্ড শুরুতে ব্যাট করতে নামে। তারা ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান তুললে ম্যাচ বৃষ্টিতে বন্ধ হয়ে যায়।

রিজার্ভ ডে-তে তার পর থেকে খেলা শুরু হলে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৩৯ রান তোলে। কেন উইলিয়ামসন ৬৭ ও রস টেলর ৭৪ রান করেন। ভুবনেশ্বর কুমার ৩টি উইকেট দখল করেন। পালটা ব্যাট করতে নেমে ভারত ৪৯.৩ ওভারে ২২১ রানে অল-আউট হয়ে যায়। রবীন্দ্র জাদেজা ৭৭ ও মহেন্দ্র সিং ধোনি ৫০ রান করেন। ম্যাট হেনরি ৩টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন।

২০২৩ বিশ্বকাপের লিগের ম্যাচ

২০২৩ সালের ১০ অক্টোবর ধরমশালায় খেলা হয় বিশ্বকাপের লিগ পর্বের ভারত নিউজিল্যান্ড ম্যাচ। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা ৫০ ওভারে ২৭৩ রানে অল-আউট হয়। ডারিল মিচেল ১৩০ ও রাচিন রবীন্দ্র ৭৫ রান করেন। ৫টি উইকেট নেন মহম্মদ শামি।

জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৮ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৭৪ রান তুলে ম্যাচ জিতে যায়। বিরাট কোহলি ৯৫ ও রোহিত শর্মা ৪৬ রান করেন। ২টি উইকেট নেন লকি ফার্গুসন। ম্যাচের সেরা হন শামি।

২০২৩ বিশ্বকাপের সেমিফাইনাল

২০২৩ সালের ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়েতে খেলা হয় বিশ্বকাপের ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩৯৭ রান তোলে। বিরাট কোহলি ১১৭, শ্রেয়স আইয়ার ১০৫ ও শুভমন গিল ৮০ রান করেন। ৩টি উইকেট নেন টিম সাউদি।

পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৮.৫ ওভারে ৩২৭ রানে অল-আউট হয়ে যায়। ডারিল মিচেল ১৩৪ ও কেন উইলিয়ামসন ৬৯ রান করেন। একাই ৭টি উইকেট নেন মহম্মদ শামি। ম্যাচের সেরা হন তিনিই।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির এ-গ্রুপের ম্যাচ

২০২৫ সালের ২ মার্চ দুবাইয়ে খেলা হয় চ্যাম্পিয়ন্স ট্রফির এ-গ্রুপের ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। টিম ইন্ডিয়া ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪৯ রান তোলে। শ্রেয়স আইয়ার ৭৯ ও অক্ষর প্যাটেল ৪২ রান করেন। ৫টি উইকেট নেন ম্যাট হেনরি।

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৫.৩ ওভারে ২০৫ রানে অল-আউট হয়ে যায়। ৮১ রান করেন কেন উইলিয়ামসন। ৫টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন বরুণ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *