রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে নামলেই দুর্দান্ত এক ব্যক্তিগত মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন বিরাট কোহলি। এমন এক নজির গড়বেন তিনি, যা আর একজন মাত্র ভারতীয় ক্রিকেটারের রয়েছে। সারা বিশ্বে মোটে ৫ জন ক্রিকেটারের রয়েছে এমন কৃতিত্ব।
আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে নামা মাত্রই টেস্ট, ওয়ান ডে ও টি-২০ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫০টি ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করবেন কোহলি। আপাতত তিনি সব ফর্ম্যাট মিলিয়ে ৫৪৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
কোহলি এখনও পর্যন্ত বর্ণোজ্জ্বল কেরিয়ারে ১২৩টি টেস্ট, ৩০১টি ওয়ান ডে ও ১২৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লিগ ম্যাচটি ছিল কোহলির ওয়ান ডে কেরিয়ারের ৩০০তম ম্যাচ।
বিরাট টেস্টে ৯২৩০ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৩০টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ৩১টি। ওয়ান ডে ক্রিকেটে কোহলি সংগ্রহ করেছেন ১৪১৮০ রান। তিনি ৫০ ওভারের ক্রিকেটে শতরান করেছেন ৫১টি ও অর্ধশতরান করেছেন ৭৪টি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিরাট ৪১৮৮ রান সংগ্রহ করেছেন। তিনি সেঞ্চুরি করেছেন ১টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ৩৮টি।
এখনও পর্যন্ত ভারতের হয়ে তিন ফর্ম্যাট মিলিয়ে ৫৫০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কেবল সচিন তেন্ডুলকর। তিনি ২০০টি টেস্ট, ৪৬৩টি ওয়ান ডে ও ১টি টি-২০মিলিয়ে মোট ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। রবিবার সচিনের সঙ্গে এলিট লিস্টে যোগ দেবেন বিরাট।
ভারতের হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ৫ তারকা
১. সচিন তেন্ডুলকর- ৬৬৪টি।
২. বিরাট কোহলি- ৫৪৯টি।
৩. মহেন্দ্র সিং ধোনি- ৫৩৫টি।
৪. রাহুল দ্রাবিড়- ৫০৪টি।
৫. রোহিত শর্মা- ৪৯৮টি।
সারা বিশ্বে এখনও পর্যন্ত মোট ৫ জন ক্রিকেটার তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫০টি ম্যাচ খেলার গণ্ডি ছুঁয়েছেন। যাঁদের মধ্যে তিনজন হলেন শ্রীলঙ্কার। একজন ভারতীয় ও একজন অজি ক্রিকেটার রয়েছেন তালিকায়। সুতরাং, বিরাট কোহলি ভারতের দ্বিতীয় তথা বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের এলিট লিস্টে যোগ দিতে চলেছেন।
তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ম্যাচ খেলা ৫ ক্রিকেটার
১. সচিন তেন্ডুলকর (ভারত)- ৬৬৪টি।
২. মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)- ৬৫২টি।
৩. কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)- ৫৯৪টি।
৪. সনৎ জয়সূর্য (শ্রীলঙ্কা)- ৫৮৬টি।
৫. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- ৫৬০টি।