একেবারে উদ্বেগজনক ঘটনা হরিদ্বারে। হরিদ্বারের বুগ্গাওয়ালাতে ২২ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ তিনি ৩৬ বছর বয়সি এক ব্যক্তির পায়ুদ্বারে আখের গোছা প্রবেশ করিয়ে দিয়েছিলেন। যে ব্যক্তির উপর এই অত্যাচার করা হয়েছে তাঁর মানসিক সমস্যা ছিল বলে খবর। পরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই ব্যক্তির।
অভিযুক্ত ব্যক্তির নাম প্রমোদ কুমার। হরিপুর টোঙ্গিয়া গ্রামের বাসিন্দা। তার অভিযোগ ওই ব্যক্তি বার বার বলতেন যে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে। কিন্তু তিনি বার বারই প্রত্যাখান করেছেন। এরপরই তাকে অক্ষম বলে কটাক্ষ করতেন ওই ব্যক্তি। এরপরই তিনি রেগে যান।
কার্যত বদলা নিতে তিনি ওই ব্যক্তিকে আখের জমিতে নিয়ে যান। সেখানেই মারধর করা হয়। এরপর তাঁর মলদ্বারে আখের গোছা তিনি প্রবেশ করান বলে অভিযোগ। এরপরই চিৎকার করে ওঠে ওই ব্যক্তি। চিৎকার শুনে চারপাশ থেকে লোকজন চলে আসে। তখন অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।
ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু অতিরিক্ত রক্ষক্ষরনে মৃত্যু হয় তার। পুলিশ টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে, জঙ্গলে তল্লাশি চালিয়ে খোঁজ পাওয়া গিয়েছে অভিযুক্তের। বিএনএসের নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মৃতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। পুলিশ ইতিমধ্য়েই ঘটনার তদন্তে নেমেছে। আর কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কি না তা পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ অভিযুক্ত ব্যক্তির বয়ান মিলিয়ে দেখছে। তবে গোটা ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।