‘যৌন হিংসাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে তৃণমূল’

Spread the love

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে প্রাক্তন বিজেপি নেত্রীকে তৃণমূল পার্টি অফিসে ডেকে ধর্ষণের অভিযোগে শাসকদলকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ায় তিনি তৃণমূলের বিরুদ্ধে যৌন হিংসাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার অভিযোগ তুলেছেন। দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বিজেপির আইটি সেলের প্রধান লিখেছেন, ‘নারায়ণগড় বিধানসভার তেঁতুলমুড়ি এলাকায় রবিবার সকাল ১০টা নাগাদ মকরামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ও তৃণমূল নেতা লক্ষণ শীট ও তৃণমূল নেতা শান্তি ভূঁইয়া বিজেপির মহিলা মোর্চার এক নেত্রীকে তৃণমূলের পার্টি অফিসে ডেকে পাঠান। তিনি আর বিজেপি করেন না, এই মর্মে তাঁকে মুচলেকায় সই করতে চাপ দেন। এর কিছুক্ষণ পরই ওই মহিলা বিজেপি কর্মীকে পার্টি অফিসের মধ্যে ধর্ষণ করা হয়। তিনি সংজ্ঞা হারালে তাঁকে প্রথমে মকরামপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাঁকে মেদিনীপুর মোডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে।’

অমিত মালব্যর দাবি, ‘২০২১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বার বার যৌন হিংসাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। এখন প্রাক্তন বিজেপি কর্মীদেরও এই নির্মম নির্যাতন থেকে নিষ্কৃতি দেওয়া হচ্ছে না। দ্রুত পদক্ষেপ করা না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংস্র শাসনের বিরুদ্ধে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন বিস্ফোরিত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *