টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন বানিয়ে দেশে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা(Rohit Sharma)। স্বাভাবিক ভাবেই তাঁকে ঘিরে উন্মাদনা যে আকাশছোঁয়া হবে, এটাই তো স্বাভাবিক। রবিবার (৯ মার্চ) দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে টিম ইন্ডিয়ার জয়ের নায়ক রোহিত শর্মা সোমবার সন্ধ্যায় মুম্বইয়ে নিজের বাড়িতে ফেরেন। আর, রোহিতকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। রোহিত ভক্তদের এই ভালোবাসা দেখে আপ্লুত। তিনি এর জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
বিমানবন্দরে রোহিতকে উষ্ণ অভ্যর্থনা
রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে ১২ বছর পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি দখল করেছে। ফাইনালে ৭৬ রান করে দলকে চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন ক্যাপ্টেন রোহিত নিজেই। এই জয়ের একদিন পর, সোমবার (১০ মার্চ), রোহিত তাঁর পরিবারের সঙ্গে মুম্বই ফিরে আসেন। রাত ৯টা নাগাদ তিনি মুম্বইয়ে নামেন। কালো টি-শার্ট এবং মাথায় নীল রঙের টুপি পরেছিলেন রোহিত। চোখে ছিল কালো রঙের চশমা। মেয়েকে কোলে নিয়ে রোহিতকে বিমানবন্দর থেকে বের হতে দেখা যায়।
রোহিতকে স্বাগত জানাতে বিমানবন্দরে প্রচুর ভিড় হয়েছিল। এবং সবাই রোহিতের নামে নামে স্লোগান দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায় তাঁকে। পুলিশের নিরপত্তাবেষ্টনীর মধ্যে বিমানবন্দর থেকে বের হয়ে রোহিত তাঁর কালো রঙের রেঞ্জ রোভার গাড়িতে উঠে যান। ভক্তদের উচ্ছ্বাস, স্লোগান আর ভালোবাসাকে সঙ্গে করে নিয়ে রোহিত নিজের গাড়িতে বসে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স ইনস্টাগ্রামে বিমানবন্দরে রোহিতকে ঘিরে উন্মাদনার একটি ভিডিয়ো পোস্ট করেছে।
আলাদা ভাবে ফিরছেন প্লেয়াররা
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো সব প্লেয়ার একসঙ্গে দেশে ফেরেননি। এবার বিসিসিআই-ও কোনও সংবর্ধনার ব্যবস্থা করেনি। যে কারণে বেশির ভাগ প্লেয়ারই, অন্যান্য দেশে ছুটি কাটানোর জন্য উড়ে যাচ্ছেন। কিছু প্লেয়ার অবশ্য দেশে ফিরছেন। তবে খেলোয়াড়দের মধ্যে রোহিতই প্রথম, যিনি দেশে ফিরলেন।
এবার লক্ষ্য আইপিএল
এই জয়ের পর রোহিত শর্মা সহ টিম ইন্ডিয়ার বাকি খেলোয়াড়রা আগামী কয়েক দিন বিশ্রামে থাকবেন এবং তার পর তাঁরা শীঘ্রই মাঠে ফিরবেন। ভারতীয় প্লেয়াররা আগামী দু’মাস 2025 আইপিএল নিয়ে ব্যস্ত থাকবে। টুর্নামেন্টটি ২২ মার্চ থেকে শুরু হবে, যেখানে প্রথম ম্যাচেই বিরাট কোহলি, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা একে অপরের বিরুদ্ধে মাঠে নামবেন, কারণ প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে।